বড় স্কোরের স্বপ্ন দেখছে বাংলাদেশ

ছবি:

স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নেয়ার মিশনে মাঠে নেমেছে বাংলাদেশের নারীরা। ইতিমধ্যে ম্যাচটিতে টসে জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
ব্যাট করতে নেমে শুরুটা দারুন করেছে বাংলাদেশের মেয়েরা। পাওয়ার প্লে'তে প্রতিপক্ষের বোলারদের পাত্তাই দেননি দুই টাইগ্রেস ওপেনার শামিমা সুলতানা এবং আয়েশা হোসেন।
শামিমা দেখে শুনে খেললেও অপরপ্রান্তে হাত খুলে খেলছেন আয়েশা। পাওয়ার প্লে শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় উইকেটে ৩২ রান। এরপর দুজনের ব্যাটে ১০ ওভারের আগেই স্কোরবোর্ডে ৫০ রানের পুঁজি পায় টাইগ্রেসরা।

কিন্তু ১০ ওভার শেষ হওয়ার ঠিক আগে বিদায় নেন আয়েশা। তার ব্যাট থেকে আসে ৩১ রান। এরপর ফারজানা এবং শামিমার ব্যাটে স্কোরবোর্ডে রান যোগ করতে থাকেন বাংলাদেশ।
প্রতিবেদনটি লেখার আগ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৫ ওভারে বিনা উইকেটে ৮৪ রান। ফারজানা ৭ এবং শামিমা ৪৩ রান নিয়ে ক্রিজে ব্যাট করছেন।
গ্রুপ পর্বের প্রথম ম্যাচে শ্রীলংকার কাছে হারলেও পরবর্তীতে পাকিস্তান, ভারত এবং থাইল্যান্ডকে হারায় বাংলাদেশ দল। ফলে এই প্রথম তাদের সামনে সুযোগ এসেছে এশিয়া কাপের ফাইনালে ওঠার।
ইতিমধ্যে সকাল বেলা পাকিস্তানকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ভারত। তাই আজ জিতলেই ফাইনালে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল।
বাংলাদেশের স্কোয়াডঃ সালমা খাতুন, জাহানারা আলম, রুমানা আহমেদ, নিগার সুলতানা, ফারজানা হক, খাদিজাতুল কুবরা, ফাহিমা খাতুন, আয়েশা রহমান, জান্নাতুল ফেরদৌস সুমনা, নাহিদা আক্তার, পান্না ঘোষ, লিলি রাণী বিশ্বাস, সানজিদা ইসলাম, শারমিন সুলতানা, জাহানারা আলম ও শামিমা সুলতানা।