পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে ভারত

ছবি:

প্রথম দল হিসেবে প্রমিলা এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করেছে ভারত। শনিবার পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট পায় টিম ইন্ডিয়া।
সব কিছু ঠিক থাকলে ফাইনালে বাংলাদেশকে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে ভারত। মালয়েশিয়ার বিপক্ষে আজ জিতলেই ফাইনালে চলে যাবে টাইগ্রেসরা।
শনিবার বেলা ১২টায় মালয়েশিয়ার বিপক্ষে ফাইনাল নিশ্চিতের ম্যাচে মাঠে নামবে সালমা-জাহানারা। নিজেদের চার ম্যাচের তিনটিতে জিতে টেবিলের ৩য় স্থানে আছে তারা।

এর আগে শনিবার সকালে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। আর ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের তোপের মুখে পরে নিদা দার-সানা মিররা।
নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ৭২ রান করতে সক্ষম হন তারা। দলের পক্ষে সর্বোচ্চ ২০ রান করেন সানা মির। ভারতের হয়ে একতা বিস্ট একাই নেন ৩ উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে ২৩ বল এবং ৭ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেন স্মৃতি মান্দানা। এছাড়াও হরমনপ্রিত কউর অপরাজিত থাকেন ৩৪ রান করে।