বোলারদের টক্কর দিচ্ছেন রুমানা

ছবি:

মহিলাদের এশিয়া কাপে দাপট দেখাচ্ছে বাংলাদেশ দল। দলীয় পারফর্মেন্সের সুবাদে ফাইনালে জায়গা করে নেয়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে বাংলাদেশের নারীরা।
তবে দলীয় পারফর্মেন্সের পাশাপাশি ব্যাক্তিগত পারফর্মেন্স দিয়েও নজরকেড়েছেন টাইগ্রেস ক্রিকেটাররা। বিশেষ করে রুমানা আহমেদ ব্যাট এবং বলের পারফর্মেন্স দিয়ে নজর কেড়েছেন সবার।
আর ভারতের বিপক্ষে টাইগারদের জয়ের পেছনে অন্যতম নায়িকা ছিলেন তিনি। বল হাতে ২১ রানে ৩ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ৩৪ বলে করেন ৪২ রান।

এদিকে এশিয়া কাপের সেরা বোলারদের মধ্যে এই লেগ স্পিনার আছেন ৪ নম্বরে। ৪ ম্যাচে ৪৬ রান দিয়ে নিয়েছেন মোট ৫ উইকেট। সর্বোচ্চ ভারতের বিপক্ষে ২১ রান দিয়ে ৩ উইকেট।
৯.২০ গড়ে ৪ ইকোনমি রেটে বল করেছেন তিনি। তালিকার সবার উপরে ১১ উইকেট নিয়ে আছেন পাকিস্তানের নিদা দার। ২১ রান দিয়ে ৫ উইকেট নিয়ে সর্বোচ্চ ফিগারটিও তার।
দ্বিতীয় স্থানে থাকা ভারতের পুজা বস্ত্রকার নিয়েছেন রুমানার সমান ৫ উইকেট। আর তৃতীয় স্থানে থাকা লঙ্কান নিলক্ষি ডি সিলভা নিয়ছেন সমান ৫ উইকেট। কিন্তু ইকোনমি রেটের কারণে রুমানা পিছিয়ে আছেন এদের থেকে।