উসমানকে সাজঘরে ফেরালেন রুবেল

ছবি:

প্রথমবারের মতো দ্বিপাক্ষিক টি২০ সিরিজে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ দল। সিরিজের প্রথম ম্যাচে টাইগার অধিনায়ক সাকিব আল হাসান টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধন্ত নিয়েছেন।
টসে হেরে ব্যাট করতে নামেন আফগানিস্তানের দুই ওপেনার মোহাম্মদ শাহজাদ ও উসমান গনি। এই দুজনের ব্যাটে দারুণ শুরু পায় আফগানরা। শুরু থেকেই এই দুই ব্যাটসম্যান টাইগার বোলারদের উপর চড়াও হয়ে খেলতে থাকেন।

২৬ রান করা উসমান গনিকে বোল্ড করে সাজঘরে ফিরিয়েছেন রুবেল হোসেন। ৮.৪ ওভারে আফগানিস্তানের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৬৪ রান।
বাংলাদেশ (একাদশ)ঃ তামিম ইকবাল, লিটন দাশ, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (ম), মাহমুদুল্লাহ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, রুবেল হোসেন, নাজমুল ইসলাম, আবুল হাসান, আবু জায়েদ রাহি।
আফগানিস্তান (একাদশ)ঃ মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), উসমান গনি, আসগর স্ট্যানিকজাই (অধিনায়ক), শফিকুল্লাহ শফিক, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, সামিউল্লাহ শেনওয়ারী, রশিদ খান, মুজিব উর রহমান, করিম জানাত, শাপুর জাদরান