তিন পেসার নিয়ে খেলতে নেমেছে টাইগাররা

ছবি:

আফগানিস্তান বনাম বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচ টি টুয়েন্টি সিরিজের প্রথমটি শুরু হতে আর বেশি দেরি নেই। ম্যাচটির ভেন্যু দেরাদুনের রাজীব গান্ধী স্টেডিয়ামে এরই মধ্যে টসে জিতে আফগানদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
এদিকে আজকের ম্যাচের একাদশ নিয়ে খুব বেশি পরীক্ষা নিরীক্ষায় যায়নি টাইগারদের টিম ম্যানেজমেন্ট। প্রস্তুতি ম্যাচে অভিজ্ঞ ক্রিকেটারদের অনুপস্থিতি দেখা গেলেও আজ মূল খেলায় অভিজ্ঞ ক্রিকেটারদের মিশেলে সেরা দলটিই গঠন করেছে টাইগাররা।
একাদশে তামিম ইকবালের সঙ্গী হিসেবে রয়েছেন লিটন কুমার দাস। এছাড়াও রয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। বাদবাকি সকলেই বলা যায় দলের পরিচিত মুখ। এককথায় আফগানদের বিপক্ষে বেশ আটঘাট বেঁধেই আজ খেলতে নামছে বাংলাদেশ ক্রিকেট দল।

তবে বসে নেই স্ট্যানিকজাইয়ের দলও। প্রস্তুতি ম্যাচে না খেললেও আজকের একাদশে রয়েছেন বিশ্ব মাতানো দুই স্পিনার রশিদ খান এবং মুজিব উর রহমান। শুধু তাই নয়, ওপেনিংয়ে মোহাম্মদ শাহজাদের সঙ্গী হিসেবে গতকালই অন্তর্ভুক্তি ঘটেছে মারকুটে ব্যাটসম্যান হজরতউল্লাহ জাজাইয়ের।
শুধু তাই নয়, টি টুয়েন্টি ক্রিকেটে আফগানরা যেকোনো দলের জন্যই ভয়ঙ্কর তা অবশ্য বলার অপেক্ষা রাখে না। তার ওপর বাংলাদেশের থেকে টি টুয়েন্টি র্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে থেকেই আজ খেলতে নামছে আফগানরা।
ফলে তারা যে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকবে তা সহজেই অনুমেয়। আর এই কারণে স্ট্যানিকজাইদের রুখতে নিজেদের সেরাটা দিয়েই যে খেলতে হবে সাকিব বাহিনীকে তা অনেকটা হলফ করেই বলা যাচ্ছে।
বাংলাদেশ (একাদশ)ঃ তামিম ইকবাল, লিটন দাশ, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (ম), মাহমুদুল্লাহ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, রুবেল হোসেন, নাজমুল ইসলাম, আবুল হাসান, আবু জায়েদ রাহি।
আফগানিস্তান (একাদশ)ঃ মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), উসমান গনি, আসগর স্ট্যানিকজাই (অধিনায়ক), শফিকুল্লাহ শফিক, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, সামিউল্লাহ শেনওয়ারী, রশিদ খান, মুজিব উর রহমান, করিম জানাত, শাপুর জাদরান