promotional_ad

এ দলে সুযোগের অপেক্ষায় মিশু-অনিকরা

promotional_ad

হাই পারফরমেন্স দলের ক্যাম্প শুরু হয়েছে গত ২৮ মে। মিরপুর ক্রিকেট একাডেমিতে কোচ জাফরুল এহসানের তত্ত্বাবধানে অনুশীলন করছেন ক্রিকেটাররা। এর কিছুদিন আগেই বিসিবির পেস বোলিং কোচ চাম্পাকা রামানায়েকের অধীনে কক্সবাজারে ক্যাম্প করেছেন পেসাররা।


সেখানে ছিলেন ইয়াসিন আরাফাত, রবিউল হক, হাসান মাহমুদ, কাজী অনিক ইসলাম, সাইদ খালেদ আহমেদ, এবাদত হোসেন ও সাইফউদ্দিনরা। সামনেই বাংলাদেশ এ দলের ব্যস্ত সময়। কদিন পরেই ঘরের মাঠে শ্রীলঙ্কা এ দলের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে।


এরপর আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে তারা। সামনের সিরিজগুলোতে জায়গা পাবেন হাই পারফরমেন্স দলের বেশ কয়েকজন ক্রিকেটার। ফলে এ দলে জায়গা পাওয়ার স্বপ্ন দেখছেন ইয়াসিন আরাফাত মিশু ও কাজী অনিকরা।


কক্সবাজারে পেসারদের নিয়ে যে ক্যাম্পটা করা হয়েছে এরকম আরেকটি ক্যাম্প করতে পারলে তা দলের জন্য ভালো হবে বলে মনে করেন তরুণ পেসার ইয়াসিন আরাফাত মিশু।



promotional_ad

"কক্সবাজারে আমাদের যে ক্যাম্পটা ছিল, আমার মনে হয় এটা বেস্ট ক্যাম্প। ফিটনেস আর পেস বোলারদের নিয়ে যদি আরও কিছুদিন এমন ক্যাম্প করতে পারি তাহলে তা ভালো হবে। আমাদের ফিটনেস ও ও স্কিলের ভালো উন্নতি হবে। কক্সবাজারে আমাদের বোলিংয়ের স্কিল, বোলিংয়ের রানিং ও ফিটনেস নিয়ে কাজ হয়েছে।"


সেখানে চম্পাকার সাথে কাজ করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছেন তিনি, "তার সবকিছুই ভালো। তার সাথে কাজ করে আমরা ভাগ্যবান। সে আমাদের সমস্যাগুলো খুব তাড়াতারি ধরতে পারছে। এবং আমাদের সমস্যাগুলো নিয়েই কাজ করছে।"


এ দলে সুযোগ পেলে দলের হয়ে পারফরমেন্স করারা চেষ্টা করবেন বলে জানিয়েছেন মিশু, "আমার সব মিলিয়ে লক্ষ্য থাকবে যেখানেই আমাকে সুযোগ দেয়া হবে সেখানেই ভালো পারফর্ম করার চেষ্টা করবো। এ দলে সুযোগ পেলে নিজের সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করবো।"


আরেক পেসার কাজী অনিক জানিয়েছেন তার লক্ষ্য এ দলের হয়ে তিন ফরম্যাটের ক্রিকেটেই খেলার। কোনো ফরম্যাট নিয়ে আলাদা করে পরিকল্পনা নেই তার। 



"সামনেই যেহেতু শ্রীলঙ্কা আসছে, সেখানে টেস্ট আছে, ওয়ানডে-টি২০ আছে আমি চেষ্টা করছি সব ফরম্যাটে খেলার। টেস্ট, ওয়ানডে বা টি২০ নিয়ে আলাদা করে কোনো পরিকল্পনা নেই। আমার চিন্তা দলে থাকবো এবং সব ফরম্যাটে খেলবো।"



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball