শেষ মুহূর্তে আফগান দলে পরিবর্তন

ছবি:

বাংলাদেশ দলের সঙ্গে তিন ম্যাচের সিরিজের আগে শুক্রবার দিন একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলেছিল আফগানদের 'এ' দল। সেই ম্যাচে তারা জিতেছেও ৮ উইকেটে। মূলত একজনের কারণেই ম্যাচটি সহজে জিতেছে আফগানিস্তান।
আর তিনি হলেন হযরতউল্লাহ জাজাই। তার ৬৯ রানের কারণেই ম্যাচটিতে পাত্তা পায়নি কোনো বাংলাদেশী বোলার। এবার বাংলাদেশের জন্য নতুন দুঃসংবাদ নিয়ে আসলো আফগানিস্তান ক্রিকেট বোর্ড।

আর তা হচ্ছে তিন ম্যাচের সিরিজে অন্তর্ভুক্ত করা হয়েছে ২০ বছর বয়সী মারকুটে ওপেনার জাজাইকে। যদিও এবারই প্রথমবারের মতো খেলবেন না হযরতউল্লাহ জাজাই। এর আগে ২০১৬ সালে সংযুক্ত আরব আমিরাতে দলের হয়ে একটি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছিলেন তিনি।
এছাড়া প্রথম শ্রেণীর ক্রিকেটে সফলতা আছে তার। ১৭ ম্যাচে প্রায় ৩৯ গড়ে রান করেছেন ১২৪৬। আঁটটি হাফসেঞ্চুরির পাশাপাশি আছে তিনটি সেঞ্চুরির ইনিংস।
আফগানিস্তান দল: আজগর স্ট্যানিকজাই(অধিনায়ক), নাজিব তারাকাই, উসমান গনি, মোহাম্মদ শাহজাদ, আফতাব আলম, সামিউল্লাহ শিনওয়ারি, শফিকুল্লাহ শফিক, দারউইশ রাসুলী, মোহাম্মদ নবি, রশিদ খান, গুলবদিন নায়েব, মুজিব উর রহমান, নাজিবুল্লাহ জাদরান, শারাফুদ্দিন আশরাফ, শাহপুর জাদরান, করিম জানাত ও হযরতউল্লাহ জাজাই।