আফগানিস্তান সিরিজের আগে প্রেরণা ২০১৪ বিশ্বকাপ

ছবি:

রবিবার প্রথমবারের মতো দ্বিপাক্ষিক টি২০ সিরিজে মাঠে নামছে বাংলাদেশ ও আফগানিস্তান। ভারতের দেরাদুনের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের এই টি২০ সিরিজ। নিরপেক্ষ ভেন্যুতে হলেও সিরিজটি আফগানদের হোম সিরিজ।
সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। এই প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামলেও টি২০ ফরম্যাটে এর আগেও আফগানিস্তানের বিপক্ষে খেলেছে বাংলাদেশ দল।
তবে মাত্র ১ বার আফগানিস্তানের বিপক্ষে টি২০তে মাঠে নেমেছিল বাংলাদেশ। ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ঢাকায় অনুষ্ঠেয় ওই ম্যাচে হেসেখেলে জয় পেয়েছিল টাইগাররা। বোলারদের নৈপুণ্যে আফগানদের ৯ উইকেটের বড় ব্যবধানে হারায় মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন দলটি।

আগে ব্যাট করে সাকিব, রাজ্জাক, মাশরাফিদের দাপুটে বোলিংয়ে মাত্র ৭২ রানে অল আউট হয়ে যায় আফগানিস্তান। সাকিব আল হাসান ৩ টি, আব্দুর রাজ্জাক ২টি এবং মাশরাফি, মাহমুদুল্লাহ ও ফরহাদ রেজা ১ টি করে উইকেট নিয়েছিলেন।
জবাবে ব্যাট করতে নেমে ওপেনার তামিম ইকবাল ২১ করে আউট হয়েছিলেন। আর সাকিব ১০ ও আরেক ওপেনার এনামুল হক বিজয় ৪৪ রান করে অপরাজিত থেকে দলকে বড় জয় পাইয়ে দিয়ে মাঠ ছেড়েছিলেন। গত ৪ বছরে আফগানিস্তানের ক্রিকেটের চিত্রটা পালটে গেছে।
সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি ফরম্যাটে সর্বাধিক উন্নতি করা দল আফগানরা। আইসিসির র্যাংকিং সেটিই প্রমাণ দিচ্ছে। আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ে বাংলাদেশকে পেছনে রেখেছে যুদ্ধ-বিধ্বস্ত দেশটি। বর্তমানে অষ্টম স্থানে রয়েছে আফগানিস্তান, বাংলাদেশের অবস্থান দশম।
তবে, রবিবার থেকে শুরু হওয়া এই সিরিজে বাংলাদেশ দলে কিছুটা হলেও সুবাতাস বইয়ে দিচ্ছে এই পরিসংখান। অধিনায়ক সাকিব চাইবেনই তার দল আবারও ফিরে যাক ২০১৪ টি২০ বিশ্বকাপের স্মৃতিতে। তবে, মূল কাজটা ব্যাটে-বলে অধিনায়ক সাকিবকেই করে দিতে হবে।