promotional_ad

বাংলাদেশকেই এগিয়ে রাখছেন মমিনুল

promotional_ad

আফগানিস্তানের বিপক্ষে টি২০ সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন ভারতে। আর টাইগার ক্রিকেটার মমিনুল হক দেশে অনুশীলনে ব্যস্ত আছেন। সীমিত ওভারের ক্রিকেটে অনেকদিন ধরে ব্রাত্য তিনি। তবে সামনেই বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সফর।


টেস্ট এলেই ডাক পড়বে মমিনুলের। তাই নিজের তাগিদেই অনুশীলন চালিয়ে যাচ্ছেন তিনি। গত জানুয়ারি-ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে করেছিলেন জোড়া সেঞ্চুরি। টেস্ট সিরিজ শেষে খেলেছেন ঢাকা প্রিমিয়ার লিগ ও বিসিএলে।


ঘরোয়া ক্রিকেটে খেলে নেই, তারপরও নিজেকে শাণিত করছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। শনিবার সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে তিনি জানিয়েছেন সুযোগ পেলে দলের জন্য অবদান রাখার চেষ্টা করবেন তিনি।


“রোমাঞ্চিত অবশ্যই। ভাল খেলার তাগিদ আছে। দলের জন্য কিছু করার তাগিদ আছে। প্রস্তুতি নিচ্ছি। ইনশাল্লাহ ভাল কিছু হবে।”



promotional_ad

“প্রতিটি ম্যাচে চেষ্টা করি যে দলের জন্য যতটুকু অবদান রাখা যায়। সেটা ৫০ শতাংশ হোক বা ৭০ শতাংশ কিংবা ৮০ শতাংশ। চেষ্টা করি অবদানের হার বাড়ানোর। সেই চেষ্টাই থাকবে।”


দেশের ক্রিকেটের অন্যতম সেরা কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। তার অধীনেই নিজেকে ঝালিয়ে নিচ্ছেন মমিনুল। হাথুরুসিংহের বিদায়ের পর থেকেই ব্যাটিং কোচহীন বাংলাদেশ দল। তবে সালাহউদ্দিন আছেন এই কারণেই নিশ্চিন্ত এই টাইগার ক্রিকেটার।


“আপনারা তো জানেন, আমার কোন সমস্যা হলে আমি সালাউদ্দিন স্যারের  কাছে যাই। উনি সমাধান করে দেন। ছোটবেলা থেকে দেখছেন, ছোটখাটো সমস্যা দেখলেই বুঝতে পারেন। তো ওটার জন্য (ব্যাটিং কোচ না থাকা) আমার খুব বেশি সমস্যা হয় না।”


আসন্ন এই সিরিজে বাংলাদেশ দলকেই এগিয়ে রাখছেন মমিনুল। সিনিয়র ক্রিকেটারদের পারফরমেন্সই সাদা পোষাকের ক্রিকেটে বাংলাদেশ দলকে এগিয়ে রেখেছে বলে মত এই বাঁহাতি ব্যাটসম্যানের। 



“টেস্টে আমার কাছে মনে হয় আমরা একটু এগিয়ে আছি।  আমাদের যারা আছেন, পাঁচ-ছয়জন সিনিয়র আছেন, অনেকদিন থেকে খেলছেন। অনেক ভালো পারফর্ম করছেন। ওদের তুলনায় আমরা অনেক ভালো, আমার মনে হয়।”



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball