দ্রুততম অর্ধশতকের পথে রশীদ

ছবি:

আন্তর্জাতক ক্রিকেটে পা রাখার পর থেকেই বিস্ময় উপহার দিয়ে যাচ্ছেন আফগান স্পিনার রশীদ খান। মাত্র ১৯ বছর বয়সেই উইকেটের বন্যা বইয়ে দিচ্ছেন। ক্যারিয়ারের শেষে তার অবস্থান কোথায় হবে তা সময়ই বলে দেবে।
বোলিং ঘুর্নিতে ইতিমধ্যেই অনেক রেকর্ডে নাম লিখিয়েছেন তিনি। রবিবার থেকে শুরু হওয়া বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি২০ সিরিজে আরেকটি রেকর্ডের সামনে এই আফগান স্পিনার।
আর মাত্র ১ টি উইকেট নিলেই আফগানিস্তানের হয়ে টি২০তে ৫০ উইকেটের মালিক হবেন তিনি। সঙ্গে স্পর্শ করবেন সবচেয়ে দ্রুততম সময়ে ৫০ উইকেট দখলের রেকর্ড। ম্যাচের হিসেবে এটা অবশ্য দ্বিতীয় অবস্থানে থাকবে।

আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে মাত্র ২৬ ম্যাচ খেলে ৫০ উইকেট দখল করেছিলেন লঙ্কান বিস্ময় স্পিনার অজন্তা মেন্ডিস। ৫০ উইকেট তুলে নিতে তিনি সময় নিয়েছিলেন ৩ বছর ৩৬০ দিন।
এদিকে, রোববার বাংলাদেশের বিপক্ষে ম্যাচেই যদি ১ টি উইকেট তুলে নিতে পারেন রশীদ, তবে ২ বছর ২২০ দিনেই ৫০ উইকেটের নতুন কীর্তি গড়বেন তিনি। ৩০ ম্যাচ খেলে এখন পর্যন্ত ৪৯ উইকেট নিয়েছেন এই আফগান স্পিনার।
৩১ ম্যাচ খেলে ৫০ উইকেট দখলের কীর্তি আছে প্রোটিয়া স্পিনার ইমরান তাহীরেরও। তবে, টি২০ ক্রিকেটের উইকেটের অর্ধশতক পূরণ করতে তিনি সময় নিয়েছিলেন ৩ বছর ১৯৯ দিন। রশীদের বর্তমান ফর্ম বলছে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচেই রেকর্ডটি নিজের করে নেবেন তিনি।