অভিষেক টেস্টের প্রস্তুতি নিয়ে ভাবছেন না আফগান কোচ

promotional_ad

টেস্ট অভিষেকের অপেক্ষায় আছে আফগানিস্তান ক্রিকেট দল। আগামী ১৪ জুন বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট আঙ্গিনায় পা রাখবে আফগানরা। তবে সেই ঐতিহাসিক ম্যাচের জন্য কতটা প্রস্তুত আফগানিস্তান?


দলটি এখন ব্যস্ত সময় কাটাচ্ছে বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি২০ সিরিজ নিয়ে। আফগান কোচ ফিল সিমন্সও জানিয়েছেন গুরুত্বপূর্ণ এই টেস্ট সিরিজকে সামনে রেখে টেস্ট ও টি২০ স্কোয়াড নিয়ে অনুশীলন করাটা কঠিন।


তবে, ঐতিহাসিক টেস্টটি এগিয়ে আসায় ভাবনার কিছু দেখছেন না তিনি। সিরিজের পরিকল্পনা এভাবেই সাজানো হয়েছে বলে নিশ্চিত করেছেন সিমন্স। এটা মাথায় রেখেই কাজ করতে চান তিনি। এই প্রসঙ্গে সিমন্স বলেছেন,


promotional_ad

‘একই সময়ে টেস্ট ও টি-টোয়েন্টি স্কোয়াড নিয়ে অনুশীলন করাটা কঠিন। কিন্তু এটা কিছুটা সহজ হচ্ছে কারণ ম্যাচের সময়ও অনেক কাছে আসছে। এভাবেই ট্যুর সাজানো হয়েছে। সাধারণত আপনি প্রথমে টেস্ট ম্যাচ খেলেন এবং তারপর সীমিত ওভারের সিরিজ। আমাদের সেভাবেই কাজ করতে হবে।’


অভিষেক টেস্টের আগে পর্যাপ্ত প্রস্তুতি নিতে না পারায় উদ্বিগ্ন নন সিমন্স। বাংলাদেশ সিরিজের আগে নদীয়ায় অনুশীলন ক্যাম্প করেছে আফগানিস্তান দল। ভারতের বিপক্ষে ম্যাচের আগে একটি ৩ দিনের অনুশীলন ম্যাচ আছে তাদের।


তাই এটা নিয়ে ভাবতে চাচ্ছেন না আফগান কোচ। সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে তিনি বলেছেন, "এটা নিয়ে আমি উদ্বিগ্ন নই। যদিও আমাদের একটি তিন দিনের অনুশীলন ম্যাচ আছে।"



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball