৮ বছর পর ভারতীয় টেস্ট দলে কার্তিক

ছবি:

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের এবারের আসরে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে মাঠ মাতিয়েছেন ভারতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা। আইপিএল খেলার সময় ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে ব্যথা পান এই তারকা। ফলে সানরাইজার্স হায়দারাবাদের হয়ে ৫টি ম্যাচ মিস করেন তিনি।
ফলে আফগানিস্তানের অভিষেক টেস্টের দল থেকে বাইরে চলে গেছেন সাহা। তার পরিবর্তে আরেক উইকেটরক্ষক ব্যাটসম্যান দীনেশ কার্তিকের নাম ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।
দীর্ঘদিন ধরেই ভারতীয় ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলে খেলে যাচ্ছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান দীনেশ কার্তিক। তবে সাদা পোষাকে ঋদ্ধিমান সাহা দুর্দান্ত ফর্মে থাকায় সুযোগ হচ্ছিল না কার্তিকের। এবার সাহার ইনজুরিতেই কপাল খুলে গেল তার।

দীর্ঘ ৮ বছর পর ভারতের টেস্ট দলে সুযোগ পেলেন কার্তিক। কার্তিকের সাথে ভারতীয় দলে ঢোকার লড়াইয়ে ছিলেন পার্থিব প্যাটেলও। তাদের মধ্যে যেকোন একজনকে দলে আনার জন্য বৈঠক করে শেষ পর্যন্ত দীনেশকেই বেঁছে নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড।
২০০৪ সালে ভারতের হয়ে টেস্ট অভিষেক হয় কার্তিকের। এরপর খেলেছেন মাত্র ২৪ টি টেস্ট। িন্ডিয়ান প্রিমিয়ার লীগের সদ্য শেষ হওয়া আসরে দুর্দান্ত ফর্মে ছিলেন কার্তিক। তারই প্রতিদান পেলেন এবার।
আইপিএলে ১৬ ম্যাচে ৪৯৮ রান করেছেন প্রায় ৫০ গড় এবং ১৫০ স্ট্রাইক রেটে। এদিকে, জুনের ১৪ তারিখে আফগানদের বিপক্ষে একমাত্র টেস্টটি খেলবে ভারত। আগামী মাসের শুরুতে ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টনে প্রথম টেস্টে ইংলিশদের বিপক্ষে মাঠে নামবে ভারতীয় ক্রিকেট দল।