promotional_ad

কোন ব্র্যান্ডের ক্রিকেট খেলবো ভাই জানি না- সাকিব

promotional_ad

প্রস্তুতি ম্যাচে আফগানদের কাছে ৮ উইকেটে পরাজয়ের পর স্বাভাবিকভাবেই বেশ কোণঠাসা অবস্থার মধ্যে আছে বাংলাদেশ ক্রিকেট দল। রবিবার চূড়ান্ত লড়াইয়ে মাঠে নামার আগে তাই সংবাদ সম্মেলনে নিজেদের অবস্থান নিয়ে কথা বলতে হয়েছে টাইগারদের টি টুয়েন্টি দলপতি সাকিব আল হাসানকে।


এক সাংবাদিক তাঁকে প্রশ্ন করেছিলেন এই ম্যাচে কি ধরণের ব্র্যান্ডের ক্রিকেট খেলতে চাচ্ছে বাংলাদেশ? এই প্রশ্নের জবাবে সাকিব সরাসরি উত্তর দেন ব্র্যান্ড নিয়ে ভাবছেননা তিনি। বরং নিজেদের সেরাটা খেলাই দলের মূল লক্ষ্য। দলের সকলেই যেন ভালো পারফর্ম করতে পারে সেদিকটাই নিশ্চিত করতে চান তিনি। সাকিব বলেন,


'ব্র্যান্ড তো ভাই জানি না, জিততে চাই এটাই জানি। আমরা আমাদের সেরা খেলাটাই খেলতে চাই। সবাই যেন ভালো করে সেই ধরণের প্রস্তুতিই আমরা নিচ্ছি। কারণ একজন দুইজন ভালো করলে আমরা জিতবো না সেটা আমরাও জানি। এগারজন খেলবে, এগারজনের প্রস্তুতিই ভালো থাকতে হবে।'



promotional_ad

গত নিদাহাস ট্রফির পারফর্মেন্স এই সিরিজে ধরে রাখতে পারলে ভালো ফলাফল আনা সম্ভব বলেও বিশ্বাস করে টাইগার কাপ্তান। এক্ষেত্রে বোলিং, ফিল্ডিং এবং ব্যাটিং তিন ডিপার্টমেন্টকেই গুরুত্ব দিয়ে দেখছেন সাকিব। এই প্রসঙ্গে তিনি বলেছেন,


'সবাই যদি ঠিকভাবে অবদান রাখতে পারে বিশেষ করে নিদাহাস ট্রফিতে যেমন পারফর্ম করেছি তেমনটি খেলতে পারি আমাদের বেশীরভাগ ম্যাচ যেটা সম্ভব হবে। আর শুধু পেস বোলিং নয়, সবগুলো ডিপার্টমেন্টই গুরুত্বপূর্ণ। স্বাভাবিকভাবেই চেষ্টা থাকবে যেন সবাই মিলিতভাবে যেন ভালো বোলিং করতে পারি। একই ব্যাপার ব্যাটিংয়ের দিক থেকেও।'


টি টুয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের থেকে অনেকটাই এগিয়ে আছে আফগানিস্তান। র‍্যাংকিংয়েও তাদের থেকে পিছিয়ে আছে টাইগাররা। আর এই কারণে সবদিকেই ফোকাস রেক্ষয়ে আটঘাট বেঁধে মাঠে নামতে চাইছেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব। তার ভাষ্যমতে,



'আমরা যেন ব্যাটিংয়ে ভালো করতে পারি সেদিকেও লক্ষ্য থাকবে। সবদিকেই ফোকাস রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে কারণ ওদের দলটি অনেক ভাল। আর তাই স্বাভাবিকভাবেই আমাদের সেরা খেলাটা খেলতে হবে জিততে হলে।'


উল্লেখ্য দেরাদুনের রাজীব গান্ধী ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি টুয়েন্টিতে মাঠে নামবে আফগানিস্তান এবং বাংলাদেশ। আর এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball