মুস্তাফিজের অভাব পূরণ করবেন রাজু?

ছবি:

মুস্তাফিজুর রহমানের পরিবর্তে আফগানিস্তান সিরিজে ডাক পেয়েছেন আরেক পেসার আবুল হাসান রাজু। আর নতুন করে স্কোয়াডে সুযোগ পাওয়ার পর দলের জন্য অবদান রাখতে চান এই ডানহাতি পেসার।
শুক্রবার দেরাদুনের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে সাংবাদিকদের রাজু জানিয়েছেন সুযোগ পেলে পরিস্থিতি অনুযায়ী খেলবেন তিনি। মুস্তাফিজের স্থলাভিষিক্ত হয়ে নিজেকে মেলে ধরতে শতভাগ প্রস্তুত রাজু বিমানে ওঠার আগে সাংবাদিকদের বলেন,
'যে স্থানে সুযোগ পেয়েছি, চেষ্টা করব সেখানে ভাল কিছু করতে। আশা করি আল্লাহর রহমতে ভাল করবো। এই ক্ষেত্রে আমি শতভাগ প্রস্তুত রয়েছি।'

গত বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসরে ১০ ম্যাচে ১০ উইকেট শিকার করেছিলেন আবুল হাসান। এর পরেই মূলত বিবেচনায় এসেছেন নির্বাচকদের। এবার বিপিএলের পারফর্মেন্স আফগানদের বিপক্ষেও বজায় রাখতে চান রাজু। বলছিলেন,
'গত বিপিএলটা আমি খুব ভাল করেছে। আশা করি আফগানদের বিপক্ষে সুযোগ পেলে ভালো কিছু করতে পারব।'
উল্লেখ্য রবিবার আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। আর এই সিরিজে ভালো করতে হলে আটঘাট বেঁধেই নামতে হবে টাইগারদের । কারণ প্রস্তুতি ম্যাচে এরই মধ্যে ৮ উইকেটের বড় ব্যবধানে পরাজিত হতে হয়েছে টাইগারদের।
বাংলাদেশ স্কোয়াডঃ
সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন অপু, আবুল হাসান রাজু, আবু হায়দার রনি, রুবেল হোসেন ও আবু জায়েদ রাহী।