promotional_ad

ইংলিশ পেসারদের আসল রূপ দেখলো পাকিস্তান

promotional_ad

লর্ডস টেস্টে সফরকারি পাকিস্তানের বিপক্ষে ৯ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছিলো স্বাগতিক ইংল্যান্ড। নিজেদের মাটিতে এরূপ পরাজয়ের পর স্বাভাবিকভাবেই বেশ তেতে ছিলো ইংলিশরা। হেডিংলিতে সিরিজের দ্বিতীয় টেস্টে তাই অনেকটা প্রতিশোধের স্পৃহা নিয়েই খেলতে নেমেছিলো জো রুটের দল।


সেই লক্ষ্যে এরই মধ্যে অনেকখানি এগিয়ে গিয়েছে তারা। কারণ টসে জিতে ব্যাটিং করতে নামা পাকিস্তানকে মাত্র ১৭৪ রানেই অলআউট করে দিয়েছে ইংলিশরা। অবশ্য সফরকারিদের এত কম রানে বেঁধে ফেলার পেছনে মূল হন্তারক হিসেবে কাজ করেছেন তিন পেসার জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড এবং ক্রিস ওকস।


এই পেস ত্রয়ীই পালাক্রমে ৩ উইকেট শিকার করে পাকিস্তান শিবিরে ধ্বস নামিয়েছেন। একের পর ইনসুইংঙ্গার, আউটসুইংঙ্গার দিয়ে রীতিমত নাস্তানাবুদ করে ছেড়েছেন প্রতিপক্ষের ব্যাটসম্যানদের। আর ইংলিশ পেসারদের তান্ডবলীলার সামনে শুধুমাত্র এক শাদাব খান ছাড়া আর কেউই সেভাবে দাঁড়াতে পারেননি।


প্রথম ইনিংসে পাকিস্তানের পক্ষে বিরুদ্ধ স্রোতে দাঁড়িয়ে শাদাব খেলেছেন ৫২ বলে ৫৬ রানের একটি ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান এসেছে ওয়ান ডাউনে নামা হারিস সোহেলের ব্যাট থেকে। এছাড়াও আসাদ শফিক ২৭ এবং শেষের দিকে হাসান আলি ২৪ রান করতে সক্ষম হন।  বাদবাকি আর কেউই তেমন উল্লেখযোগ্য রান করতে পারেননি। ফলে স্বল্প পুঁজি নিয়েই প্রথম ইনিংস শেষ করতে হয়েছে সরফরাজ আহমেদের পাকিস্তানকে।


সফরকারিদের ১৭৪ রানের জবাবে পরবর্তীতে খেলতে নেমে দুই ইংলিশ ওপেনার অ্যালিস্টার কুক এবং কিটন জেনিংসের ব্যাটে দারুণ সূচন?? পেয়েছিলো স্বাগতিকরা। এই দুই ব্যাটসম্যান ৫৩ রানের উদ্বোধনী জুটি গড়ে বড় স্কোরের সম্ভাবনা জাগিয়ে তুলেছিলেন। তবে শেষ পর্যন্ত ২৯ রান করে জেনিংস ফাহিম আশরাফের প্রথম শিকার হয়ে ফিরে গেলে জুটিটি ভেঙ্গে যায়।



promotional_ad

এরপর অধিনায়ক জো রুটকে সাথে নিয়ে আরেকটি পঞ্চাশ ঊর্ধ্ব জুটি গড়েন কুক। যদিও দলীয় ১০০ রানের কোটা পার হওয়ার পর পরই ৪৬ রান করে হাসান আলির শিকারে পরিণত হন তিনি। তবে এর আগেই দারুণ একটি রেকর্ডে নাম লিখিয়ে ফেলেছেন অ্যালিস্টার কুক।


এই টেস্টে খেলতে নেমে অস্ট্রেলিয়ান কিংবদন্তী অ্যালান বোর্ডারকে ছাড়িয়ে গিয়েছেন কুক। ইংল্যান্ডের হয়ে এই ম্যাচ নিয়ে টানা ১৫৪তম টেস্ট খেলতে নেমেছেন ইংলিশ ওপেনার। অপরদিকে অস্ট্রেলিয়ার হয়ে ১৯৭৮ সালের ডিসেম্বরে টেস্ট অভিষেক হয় বোর্ডারের।


এরপর অস্ট্রেলিয়ার হয়ে টানা ১৫৩ টি ম্যাচ খেলেছিলেন তিনি। যা টানা সর্বোচ্চ টেস্ট ম্যাচ খেলার রেকর্ড। তবে দীর্ঘ ২৪টি বছর পর সেই রেকর্ডটি ভেঙ্গে দিলেন কুক। আর কুকের এই রেকর্ডের দিনে প্রথম দিন শেষে চালকের আসনে অনেকটাই জায়গা করে নিয়েছে স্বাগতিকরা।


দিন শেষে তাদের স্কোর দাঁড়িয়েছে ২ উইকেটে ১০৬ রান। ফলে সফরকারীদের থেকে ৬৮ রানে পিছিয়ে আছে তারা। দ্বিতীয় দিন অধিনায়ক জো রুটের (২৯) সাথে ব্যাটিংয়ে নামবেন ডমিনিক বিস (০)।


পাকিস্তান একাদশ-



আজহার আলি, ইমাম উল হক, হারিস সোহেল, আসাদ শফিক, উসমান সালাউদ্দিন, সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), শাদাব খান, ফাহিম আশরাফ, হাসান আলি, মোহাম্মদ আমির, মোহাম্মদ আব্বাস।


ইংল্যান্ড একাদশ-


অ্যালিস্টার কুক, কিটন জেনিংস, জো রুট (অধিনায়ক), ডমিনিক বিস, ডেভিড মালান, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), স্যাম কুরান, জস বাটলার, ক্রিস ওকস, স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball