আইসিসি ওডিআই র্যাংঙ্কিংয়ে নতুন চার দল

ছবি:

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এতো দিন টেস্ট খেলা ১২ টি দল নিয়ে র্যাঙ্কিং প্রকাশ করত। এবার ওয়ানডে ফরম্যাটে যুক্ত হচ্ছে আরও ৪ টি দেশ।
নতুন যুক্ত হওয়া দেশগুলো হচ্ছে স্কটল্যান্ড, নেদারল্যান্ডস, নেপাল ও সংযুক্ত আরব আমিরাত। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে আইসিসি। নতুন ওয়ানডে র্যাঙ্কিংয়ে ১৩ তম স্থানে রয়েছে স্কটল্যান্ড।
তাদের পয়েন্ট ২৮। এদিকে ১৮ পয়েন্ট নিয়ে তাদের পরেই আছে সংযুক্ত আরব আমিরাত। এখনও র্যাঙ্কিংয়ে যায়গা হয়নি নেদারল্যান্ডস ও নেপালের। নেদারল্যান্ডসের রয়েছে ১৩ পয়েন্ট।

তবে এখনও কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি নেপাল। আর ৪টি করে ম্যাচ খেললে র্যাঙ্কিং তালিকায় তাদের নাম উঠবে। নতুন চার দল মিলিয়ে বর্তমানে ওয়ানডে র্যাঙ্কিংয়ে দলের সংখ্যা ১৬ টি।
এর মধ্যে ১৪ দলের র্যাঙ্কিং প্রকাশিত হয়েছে। ইংল্যান্ডে অনুষ্ঠিত ২০১৯ সালের বিশ্বকাপে আয়োজক দেশসহ র্যাঙ্কিংয়ের প্রথম ৮টি দেশ (১৭ সেপ্টেম্বর) সরাসরি অংশ নিচ্ছে। বাছাই পর্ব খেলে জায়গা করে নিয়েছে দুই দল।
আফগানিস্তান বাছাই পর্বের চ্যাম্পিয়ন হয়ে ও ওয়েস্ট ইন্ডিজ রানার্স আপ হয়ে আগামী বিশ্বকাপের টিকেট পেয়েছে। তবে পরবর্তী আসর থেকে র্যাঙ্কিংয়ের প্রথম ১০টি দল সরাসরি বিশ্বকাপ খেলবে।