বোর্ডারকে ছাড়িয়ে গেলেন কুক

ছবি:

লর্ডসে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে দেশের হয়ে টানা সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডে অ্যালেন বোর্ডারকে ছুঁয়েছিলেন ইংলিশ তারকা অ্যালিস্টার কুক।
দল হারলেও সেই ম্যাচে দারুণ এক অর্ধশত তুলে নিয়েছিলেন তিনি।
শুক্রবার হেডিংলিতে সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নেমেই বোর্ডারের রেকর্ড ভেঙে দিলেন কুক। এটি ইংল্যান্ডের হয়ে তার টানা ১৫৪তম টেস্ট। অস্ট্রেলিয়ার হয়ে ১৯৭৮ সালের ডিসেম্বরে টেস্ট অভিষেক হয়েছিল বাঁহাতি ব্যাটসম্যান বোর্ডারের।

৩ ম্যাচ খেলার পর বিরতি দিয়ে, এরপর অস্ট্রেলিয়ার হয়ে টানা ১৫৩ টি ম্যাচ খেলেছিলেন তিন। যা অনেকদিন রেকর্ডের পাতায় অনেকদিন তাকে সবার উপরে রেখেছিলো।
প্রথম তিন ম্যাচের পর ১৯৭৯ সালের মার্চ থেকে ১৯৯৪ সালের মার্চ পর্যন্ত ১৫৩ টি টেস্ট খেলেছিলেন তিনি।
এদিকে ইংল্যান্ডের হয়ে ২০০৬ সালের মার্চে সাদা পোষাকের ক্রিকেটে অভিষেক হয় কুকের। অভিষেক টেস্টের পর টানা দুই ম্যাচে একাদশে জায়গা হয়নি তার। এরপর টানা ১২ বছর ইংল্যান্ডের কোনো টেস্ট মিস করেননি তিনি।
খেলেছেন ১৫৪ টি ম্যাচ। তাতেই ভেঙে গেছে বোর্ডের প্রায় ২৪ বছর পুরোনো রেকর্ড। ৩৩ বছর বয়সী কুক ইতোমধ্যেই ইংল্যান্ডের ??ক্ষে সবচেয়ে বেশি টেস্ট খেলা ক্রিকেটার। এই রেকর্ডকে ধরা ছোঁয়ার বাইরে নিয়ে যাওয়ার সুযোগ আছে এই ইংলিশ তারকার।