promotional_ad

বাতিলের মুখে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ

promotional_ad

আফগানিস্তান সিরিজকে সামনে রেখে আজ একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিলো বাংলাদেশ ক্রিকেট দলের। দেরাদুনের অপরিচিত কন্ডিশনের সাথে নিজেদের মানিয়ে নেয়ার এর থেকে ভালো উপলক্ষ হয়তো আর ছিলো না টাইগারদের সামনে।


কিন্তু দুঃখের বিষয় হলো এই প্রস্তুতি ম্যাচটি এরই মধ্যে পরে গেছে অনিশ্চয়তার মুখে। কারণ দেরাদুনে বর্তমানে মুষলধারে বৃষ্টি চলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পুরো পিচ ঢেকে রাখা হয়েছে কাভার দিয়ে।


শুধু তাই নয়,পুরো মাঠই বৃষ্টিতে তলিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। আজকের এই প্রস্তুতি ম্যাচটি মূলত শুরু হওয়ার কথা ছিলো বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। কিন্তু সন্ধ্যার পর থেকেই আবহাওয়া খারাপ হতে শুরু করে সেখানে।


এরপর শুরু হয় ভারি বৃষ্টি। আবহাওয়ার এই অবস্থা দেখে এরই মধ্যে টাইগারদের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ম্যাচটির আশা ছেড়ে দিয়েছেন। তিনি বলেছেন,



promotional_ad

'এ অবস্থায় খেলা হওয়ার সম্ভাবনা খুবই কম। খেলা না হলে আমাদের জন্য একটু সমস্যাই হবে। ম্যাচ প্র্যাকটিসটা দরকার ছিল।'


নান্নুর কথা শুনে সহজেই বোঝা যাচ্ছে আপাতদৃষ্টিতে আজকের ম্যাচটি হয়তো আর মাঠে গড়াবে না। তবে বৃষ্টি থামলেও দ্রুত খেলা শুরু হওয়ার সম্ভাবনা একেবারেই কম বললেই চলে। যদিও আরো কিছুক্ষণ অপেক্ষা করে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানা গেছে।


বাংলাদেশ স্কোয়াড- 


সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম, আবু হায়দার, রুবেল হোসেন, আবু জায়েদ চৌধুরী ও আবুল হাসান।



আফগানিস্তান স্কোয়াড- 


আসগর স্টানিকজাই (অধিনায়ক), নাজিব তারাকাই, উসমান গনি, মোহাম্মদ শেহজাদ, মুজিব উর রেহমান জাদরান, নজিবুল্লাহ জাদরান, সামিউল্লাহ শেনোয়ারি, শফিকউল্লাহ শাদাক, দারবিশ রাসুলি, মোহাম্মদ নবী, রশিদ খান, গুলবদিন নাইব, করিম জানাত, শরাফউদ্দিন আশরাফ, শাপুর জাদরান, আফতাব আলম।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball