promotional_ad

বাংলাদেশের স্লিপ যেন ছেঁড়া জাল

promotional_ad

স্লিপ কর্ডনে বাংলাদেশ দলের ফিল্ডারদের পিচ্ছিল হাতের সমস্যা নতুন কিছু নয়। টেস্ট ক্রিকেটে আরও বাজে অবস্থা টাইগারদের। ২০১৫ সাল থেকে এখন পর্যন্ত সাদা পোষাকের ক্রিকেটে স্লিপে ক্যাচ ধরার পরিসংখ্যানে সবচেয়ে খারাপ অবস্থা বাংলাদেশের।


টাইগার ফিল্ডাররা স্লিপে ক্যাচের ৪১ শতাংশই মিস করেছেন। নিতে পেরেছেন কেবল ৫৯ শতাংশ ক্যাচ। স্লিপে ক্যাচ মিস করে মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে থাকার চিত্রটা নিয়মিতই হয়ে গেছে বাংলাদেশ দলের।



promotional_ad

তবে, বেশ কয়েকটি দল স্লিপ কর্ডনের ক্যাচটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। স্লিপে ক্যাচ ধরার পরিসংখ্যানে সবার উপরে আছে নিউজিল্যান্ড।
তারা স্লিপে ওঠা ক্যাচের ৮৮ শতাংশ ধরতে পেরেছে। মিস করেছে মাত্র ১২ শতাংশ। ৮২ শতাংশ ক্যাচ নিয়ে এই তালিকার দুই নম্বরে আছে ওয়েস্ট ইন্ডিজ।


তাদের চেয়ে ২ শতাংশ কম ক্যাচ নিয়ে ৩ ও ৪ নম্বরে আছে শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা। তাছাড়া, পাকিস্তান ৭৯ শতাংশ, অস্ট্রেলিয়া ৭৮ শতাংশ, জিম্বাবুয়ে ৭৭ শতাংশ ক্যাচ নিয়েছে।
স্লিপে ৭৫ শতাংশ ক্যাচ নিয়ে ৮ নম্বরে রয়েছে ভারত।



৭১ শতাংশ ক্যাচ নিয়ে তাদের পরেই রয়েছে ইংল্যান্ড। সদ্যই টেস্ট অভিষেক হওয়া আয়ারল্যান্ড ৬৬ শতাংশ ক্যাচ নিয়ে আছে ১১ নম্বরে। তাদের পরে সবার নিচে অবস্থান করছে বাংলাদেশ দল।
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball