ওয়ানডে সিরিজেও অনিশ্চিত স্টোকস

ছবি:

গত ২২ বছরে নিজেদের মাটিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ হারেনি ইংল্যান্ড। এবার সেই হারই পিছু নিচ্ছে তাদের। ইতিমধ্যে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে তারা। সিরিজ বাঁচাতে হলে জয়ের বিকল্প নেই শেষ টেস্টে।
কিন্তু সেই লড়াইয়ে অলরাউন্ডার বেন স্টোকসকে ছাড়াই নামতে হয়েছে ইংল্যান্ডের। বুধবার অনুশীলনে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েন তিনি। স্টোকসের ইনজুরির অবস্থা দুই-একদিনের মধ্যে জানা সম্ভব নয়।
আগামী সপ্তাহে আরেকটি স্ক্যানের পরই জানা যাবে তার অবস্থা। সম্ভাবনা আছে কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যাওয়ার। তাহলে, স্কটল্যান্ডের বিপক্ষে ১ ম্যাচের ওয়ানডে সিরিজ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের বেশ কয়েকটি ম্যাচ মিস করতে পারেন তিনি।

স্টোকসের বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ের চোটের পর দলে ডাকা হয়েছে ১৯ বছর বয়সী স্যাম কুরানকে। ইংল্যান্ডের হয়ে কোনো টেস্ট খেলার অভিজ্ঞতা নেই তার। তবে তার ভাই টম কুরান সর্বশেষ এ্যাশেজের দুই টেস্টে খেলেছেন।
শুক্রবার স্টোকসের চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে অভিষেক হয়েই গেছে তার। স্টোকস চোট পাওয়ার পর বৃহস্পতিবারই স্ক্যান করানো হয়। বৃহস্পতিবার ইংল্যান্ডের ফিজিও তাকে শুধু সামান্য সময়ের জন্য হাল্কা রানিং করিয়েছেন।
তবে, ইনজুরি গুরুতর হওয়ার কারণেই পাকিস্তানের বিপক্ষে একাদশে রাখা হয়নি তাকে। এদিকে স্যাম কুরানের বয়স মাত্র ১৯ বছর ৩৬৩ দিন। ইংল্যান্ডের হয়ে সবচেয়ে কম বয়সে টেস্টে অভিষেক হওয়া ক্রিকেটারদের মধ্যে তার অবস্থান সপ্তম।