promotional_ad

আফগানদের বিপক্ষে আজ মাঠে নামছে টাইগাররা

promotional_ad

দেরাদুনে বর্তমানে বেশ তাপদাহের মধ্যে দিয়ে কাটাচ্ছে বাংলাদেশ দল। গরমের কারণে বলা যায় দলের প্রত্যেক সদস্যেরই নাভিশ্বাস উঠে গেছে। এরূপ পরিস্থিতির মধ্যেও ঠিকই নিজেদের প্রস্তুতি চালিয়ে যেতে হচ্ছে।


কারণ আর মাত্র দুই দিন পরেই যে আফগান বধের মিশনে নামতে হবে তাদের। অবশ্য চূড়ান্ত লড়াইয়ে মাঠে নামার আগে নিজেদের কিছুটা ঝালিয়ে নেয়ার সুযোগ পাচ্ছে টাইগাররা। পাশাপাশি টি টুয়েন্টি ক্রিকেটে আফগানদের শক্তিমত্তাও একটু যাচাই করে নিবে রিয়াদ, মুশফিকরা।


সেই লক্ষ্যেই তিন ম্যাচের টি টুয়েন্টি সিরিজের আগে আজ একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলত নামবে টিম টাইগার্স। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হওয়ার কথা রয়েছে এই প্রস্তুতি ম্যাচটির। অর্থাৎ মূল ম্যাচের সময় সূচি প্রস্তুতি ম্যাচেও মানা হয়েছে।


এদিকে এই ম্যাচে বাংলাদেশ দলে খেলবেন স্কোয়াডে থাকা বেশিরভাগ ক্রিকেটার। তবে আফগানরা কাদের নিয়ে দল সাজাবে এটি এখনও ধারণা করা যাচ্ছে না। কারণ কয়েকদিন আগেই ভারতের বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান। সেই দলটিও বর্তমানে দেরাদুনে অবস্থান করায় প্রস্তুতি ম্যাচে তাদের কিছু অংশ খেলতে পারেন বলে জানা গেছে।


বাংলাদেশ স্কোয়াড-



promotional_ad

সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম, আবু হায়দার, রুবেল হোসেন, আবু জায়েদ চৌধুরী ও আবুল হাসান।


আফগানিস্তান স্কোয়াড-


আসগর স্টানিকজাই (অধিনায়ক), নাজিব তারাকাই, উসমান গনি, মোহাম্মদ শেহজাদ, মুজিব উর রেহমান জাদরান, নজিবুল্লাহ জাদরান, সামিউল্লাহ শেনোয়ারি, শফিকউল্লাহ শাদাক, দারবিশ রাসুলি, মোহাম্মদ নবী, রশিদ খান, গুলবদিন নাইব, করিম জানাত, শরাফউদ্দিন আশরাফ, শাপুর জাদরান, আফতাব আলম।


বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সূচি-


৩রা জুন-- ১ম টি-টুয়েন্টি



৫ই জুন-- ২য় টি-টুয়েন্টি


৭ই জুন-- ৩য় টি-টুয়েন্টি


*ভেন্যু- ভারতের দেরাদুনের রাজীব গান্ধী ক্রিকেট স্টেডিয়াম


**প্রতিটি ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball