ফিক্সিংয়ের বিরুদ্ধে আইসিসির হুঁশিয়ারি

ছবি:

সম্প্রতি আল জাজিরা টিভির এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে ফিক্সিং নিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। গত তিন বছরে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের টেস্ট ম্যাচে ফিক্সিং হয়েছে বলে দাবি তাদের।
এর পরপরই নড়েচড়ে বসেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই ঘটনার তদন্তে নেমেছে আইসিসির দুর্নিতি দমন ইউনিট। আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন স্বীকার করে নিয়েছেন ক্রিকেটকে ঘিরে ধরেছে অপরাধী চক্র।
তারা ঢুঁকে পড়েছে ঘরোয়া ক্রিকেট থেকে শুরু করে জুনিয়র লেভেলের ক্রিকেট পর্যন্ত। ফলে বড় ঝুঁকির মধ্যে আছে ক্রিকেট। তবে এই দুর্নিতির বিরুদ্ধে আইসিসির লড়াই অব্যহত থাকবে বলে নিশ্চিত করেছেন ডেভ রিচার্ডসন।

‘আমরা টপ লেভেলে কঠোরতা আরোপ করেছি বলে তারা এখন জুুনিয়র লেভেলের ক্রিকেট এবং অন্য জায়গা; যেমন কিউরেটর এবং গ্রাউন্ডসম্যানের দিকে নজর দিয়েছে। আমরা জানি সমস্যাটা কি। ধারাবাহিকভাবে এর বিরুদ্ধে লড়াই করতে হবে। আমরা হাল ছাড়তে পারি না।’
আল জাজিরা টিভির ডকুমেন্টারিটি দেখার পর থেকেই বিচলিত এই আইসিসি কর্মকর্তা। তার মতে, ক্রিকেটটা নষ্ট করার জন্য অপরাধী চক্র সক্রিয় হয়ে উঠেছে। তাদের নির্মুল করতে কাজ করছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।
‘আমরা জানি, বিশ্বজুড়ে এমন অনেক ব্যক্তি এবং অপরাধী চক্র আছে যারা ক্রিকেটে ঢোকার চেষ্টা করছে। খেলোয়াড়দের, গ্রাউন্ডসম্যানদের ধরার চেষ্টা করছে। মনে রাখতে হবে, তারা কাজ চালিয়ে যাচ্ছে, চলে যাচ্ছে না। তাদের নির্মূল করতে আমরাও আমাদের কাজ করে যাচ্ছি।’