আরেকটি মাইলফলকের সামনে সাকিব

ছবি:

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি২০ সিরিজ খেলতে ভারতে গেছে বাংলাদেশ দল। দুদিন পরেই আসন্ন এই সিরিজটি মাঠে গড়াবে। এই সিরিজে দারুণ এক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় আছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।
বিশ্বের মাত্র তৃতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান ও ৫০০ উইকেটের ডাবল ছোঁয়ার পথে এই অলরাউন্ডার। ক্যারিয়ারের শুরু থেকেই ব্যাটে-বলে দারুণ পারফরমেন্স করে অনেক রেকর্ডে নাম লিখিয়েছেন তিনি।
ধরে নেয়া হচ্ছে আফগানদের বিপক্ষেই সাকিবের রেকর্ডের মুকুটে আরেকটি পালক যোগ হবে। বর্তমানে তিন ফরম্যাট মিলিয়ে সাকিব ব্যাট হাতে করেছেন ১০ হাজার ৭৪ রান সঙ্গে বল হাতে ৪৯৮ উইকেট শিকার করেছেন তিনি।

আফগানদের বিপক্ষে সিরিজে মাত্র আর ২টি উইকেট নিলেই ১০ হাজার রান ও ৫০০ উইকেট নেওয়ার অভিজাত ক্লাবে ঢুকে যাবেন সাকিব। সবচেয়ে দ্রুততম ক্রিকেটার হিসেবেও এই রেকর্ড ছোঁয়ার কীর্তি গড়বেন তিনি।
দক্ষিণ আফ্রিকার হয়ে পেস বোলিং অলরাউন্ডার জ্যাক ক্যালিস ৪২০ ম্যাচে এবং পাকিস্তানের হয়ে শহীদ আফ্রিদি ৪৭৭ ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান ও ৫০০ উইকেটের ডাবল ছুঁয়েছিলেন।
১০ হাজার ৭৪ রান ও ৪৯৮ উইকেট নিতে সাকিব খেলেছেন মাত্র ২৯৯ টি ম্যাচ। ফলে বোঝাই যাচ্ছে এই টাইগার অলরাউন্ডার জ্যাক ক্যালিস ও শহীদ আফ্রিদির চেয়ে কতোটা এগিয়ে। এই রেকর্ডটিকে সবার ধরা ছোঁয়ার বাইরে নিয়ে যাওয়ারও সুযোগ রয়েছে সাকিবের।