promotional_ad

পরিবর্তিত মানসিকতায় নতুন মিশনে আবুল হাসান

promotional_ad

পেসার এবং ইনজুরি এই দুই শব্দ যেন একে অপরের সমার্থক। ইনজুরির কারণে অনেক পেসারেরই ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ার নজীর রয়েছে। আর বাংলাদেশের ক্ষেত্রে এই ইনজুরিটি আরো বড্ড বেশি পীড়াদায়ক।


প্রতিটি মুহূর্তে ইনজুরিতে পড়ার ভয় নিয়ে মাঠে নামেন টাইগার পেসাররা। তাসকিন, মুস্তাফিজ, রুবেলরা যখন মাঠে ফিল্ডিং করতে গিয়ে কিংবা বল করার সময় পরে গেলেও হয়তো অনেকের বুক ধড়াস করে ওঠে এই ভেবে যে আবারো ইনজুরিতে ছিটকে পড়তে যাচ্ছেন তাদের কেউ একজন।


কারণ এর আগেও যে এমন নজীর দেখা গেছে দেশের ক্রিকেট অঙ্গনে। সর্বশেষ পায়ের ইনজুরিতে মুস্তাফিজুর রহমানের ছিটকে যাওয়াটা ছিলো এর সর্বশেষ উদাহরণ। তবে ছিটকে পড়া ফিজের পরিবর্তে দলে ডাক পাওয়া আবুল হাসান রাজুও কম লড়াই করেননি চোটের সাথে।


২০১২ সালে অভিষেক হওয়ার পর থেকে কতবার যে তিনি যুদ্ধ করেছেন ইনজুরির সাথে তার হদিস হয়তো তিনি নিজেও রাখেন না। তবে এরপরেও দমে না গিয়ে আসল যোদ্ধার মতো লড়াই করে গেছেন রাজু। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করে গেছেন সাধ্যমতো।



promotional_ad

অবশেষে মুস্তাফিজের ইনজুরিই ভাগ্য খুলে দিলো রাজুর। এবার জাতীয় দলের হয়ে নিজের সামর্থ্যের প্রমাণ আরো একবার দিতে প্রস্তুত ডানহাতি এই পেসার। বাংলা দৈনিক মানবজমিনের সাথে সাক্ষাৎকারে রাজু বলছিলেন,


'আমার খুবই ভালো লাগছে শুনে। আমি এটিকে আমার জন্য বড় সুযোগ মনে করছি। কারণ ছয় বছর পর নিজেকে আবারো প্রমাণের সুযোগ এসেছে। যদি একাদশে থাকি তাহলে অবশ্যই নিজের সেরাটা দিতে চেষ্টা করবো।'


দীর্ঘ ছয়টি বছর পর আবারো আন্তর্জাতিক টি টোয়েন্টিতে ফেরা মুখের কথা নয় অবশ্যই। তবে এরপরেও নিজেকে মানিয়ে নিতে বদ্ধপরিকর রাজু। এই ছয় বছরে নিজেকে অনেক পরিবর্তনও করে ফেলেছেন তিনি। আর সেই পরিবর্তনটি এসেছে সবথেকে বেশি মানসিকতায়। রাজুর ভাষ্যমতে,


'ছয় বছর অনেক লম্বা সময়। এর মধ্যে অনেক কিছুই বদলে গেছে। সেই সময়ের সঙ্গে এখনকার সব কিছুতে অনেক পার্থক্য। এত বছরে আমিও বদলে গেছি। এখন মানসিকতায় অনেক পরিবর্তন হয়েছে। শেষবার খেলেছিলাম টি-টোয়েন্টি বিশ্বকাপে। সেবার অনেক চাপ ছিল। নতুন ছিলাম। এখনতো অনেক পরিপক্ব।'



অবশ্য এই ছয় বছরে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে না খেললেও বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলেছেন রাজু। টি টোয়েন্টি ফরম্যাটে ভালো করার জন্য তাই যথেষ্ট আত্মবিশ্বাস রয়েছে তাঁর। আর তাই আফগানদের বিপক্ষে টাইগারদের একাদশে সুযোগ পেলে নিজেকে মানিতে নিতে পারবেন বলেই বিশ্বাস এই পেসারের,


'আন্তর্জাতিক টি-টোয়েন্টি না খেললেও বিপিএলে নিয়মিত খেলেছি। শেষ আসরে আমার পারফরম্যান্স ভালো ছিল। বিপিএলে তো অনেক বিদেশি ক্রিকেটারও আসে। তাই আমি আত্মবিশ্বাসী একাদশে সুযোগ পেলে মানিয়ে নিতে পারবো।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball