অচেনা কন্ডিশন অজুহাত হবে না বাংলাদেশের

ছবি:

বাংলাদেশ-আফগানিস্তানের সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে দেরাদুনের রাজীব গান্ধী স্টেডিয়ামের। এখানে খেলার কোনো অভিজ্ঞতা না থাকায় কন্ডিশন ও উইকেট নিয়ে দ্বিধায় আছে বাংলাদেশ দল।
তবে এই স্টেডিয়ামের সৌন্দর্য্য আর মাঠের সুযোগ-সুবিধা মুগ্ধ করেছে বাংলাদেশ দলকে। বুধবার প্রথমবারের মতো এই মাঠে অনুশীলন করেছে বাংলাদেশ দল। উইকেট সবন্ধে কিছুটা ধারণা পেয়েছে টাইগাররা। দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন আশা করছেন এই উইকেটে কিছুটা বাউন্স থাকবে।
তবে টাইগারদের চিন্তার প্রধাণ কারণ হয়ে দাঁড়িয়েছে গরম। এই গরমের মধ্যেই দিনে অনুশীলন করেছে টাইগাররা। তবে, রাতের বেলা গরম কমে যাবে বলেই বিশ্বাস খালেদ মাহমুদের।

‘মাঠের সুযোগ-সুবিধা ভালো। আউটফিল্ড ভালো। মাঝ উইকেট আজ একটু স্লো দেখলাম। ম্যাচের দিনে মনে হয় এমন থাকবে না। শুকনো থাকলে উইকেটে বাউন্স থাকবে। আজ বাউন্স কম আছে। পাশের দুটি উইকেটও ভালো আছে। আবহাওয়ার কথা যদি বলি একটু বেশি গরম। দিল্লিতে আরও বেশি গরম ছিল। দিনে অনেক গরম, রাতে হয়তো এতটা থাকবে না।’
বুধবার দেরাদুনের তাপমাত্রা দাঁড়িয়েছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াসে। ম্যাচ যেহেতু শুরু হবে স্থানীয় সময় রাত ৮টায়, তাই কিছু স্বস্তিতে আছে বাংলাদেশ শিবির। তবে আফগানদের বিপক্ষে সিরিজে জয় পেতে সবরকমের চেষ্টাই করবে বাংলাদেশ। এখানে কন্ডিশন অজুহাত হতে পারেনা বলেই জানিয়েছেন দলের ম্যানেজার।
‘আমরা পেশাদার দল, যেকোনো মাঠেই ভালো খেলতে হবে। এখানে আমরা সিরিজ জিততে এসেছি। সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে সিরিজ জিততে পারব আশা করি।’