২০১৯ বিশ্বকাপের কাউন্টডাউন শুরু

ছবি:

আজ থেকে ঠিক এক বছর পর মাঠে গড়াবে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের আসর। ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হবে এই বিশ্ব আসর। ২০১৩ ও ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির সফল আয়োজন ইংল্যান্ড। আবারও তাদের ঘরের মাঠে অনুষ্ঠিত হবে আরেকটি বিশ্ব আসর।
লন্ডনের ওভালে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। ঠিক এক বছর পর মাঠে গড়াবে এই ম্যাচটি। আগের আসরগুলোর চেয়ে একটু ভিন্ন ভাবেই আয়োজন হতে চলেছে এবারের ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ।
২০১৯ বিশ্বকাপ হবে ১৯৯২ সালের ফরম্যাটে। শীর্ষ দশ দল প্রত্যেকেই রাউন্ড রবিন লিগে একে অপরের বিপক্ষে খেলবে। সেখান থেকে শেষ চার। তারপর জমজমাট ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে বিশ্বকাপের আসরের।

বিশ্বকাপের এই মাইলস্টোন এবং কাউন্টডাউন শুরু করতে লন্ডন ভিত্তিক আর্টিস্ট সালেব ফেমি ক্রিকেট বিশ্বকাপের একটি ঘোষণাপত্র লিখেছেন। যাতে সংশ্লিষ্টতা থাকবে ইংল্যান্ডসহ বিশ্বজুড়ে ক্রিকেট ভক্তদের।
এছাড়া আইকনিক ব্রিক লেনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যেখানে ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগান, আইসিসি হল অব ফেমের সদস্য কিংবদন্তী ক্রিকেটার ব্রায়ান লারা, ওয়াকার ইউনিসের মতো তারকারা অংশ নেমেন।
বিশ্বকাপের কাউন্টডাউন প্রসঙ্গে আইসিসির প্রধাণ নির্বাহী বলেছেন, "আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ইংল্যান্ড ও ওয়েলসে সত্যিই অনন্য। এখানে প্রতিদ্বন্দ্বিতা করা প্রতিটি দল 'হোম ক্রাউড' পাবে আবেগপ্রবণ ক্রিকেট ভক্তদের। বিশ্বের সেরা দলগুলোর একে অপরের মুখোমুখি হবে চমৎকার সব ভেন্যুতে সারা বিশ্বের ক্রিকেট দর্শকদের সাথে।"
আগামী বিশ্বকাপে সারা বিশ্বের ক্রিকেট সমর্থকদের একসাথে করার পরিকল্পনা আইসিসির, "আমরা এই আয়োজনটিকে দারুণ ভাবে উদযাপন করতে যাচ্ছি এবং আমাদের খেলার বৈচিত্র্যের সাথে। ম্যানচেস্টর থেকে মুম্বাই, সাউদাম্পটন থেকে সিডিনি পর্যন্ত আমরা মানুষগুলো ও সম্প্রদায়গুলোকে এক করতে যাচ্ছি।"