লর্ডসে উইন্ডিজের মুখোমুখি তামিমদের বিশ্ব একাদশ

ছবি:

বৃহস্পতিবার ইংল্যান্ডের ঐতিহাসিক লর্ডস স্টেডিয়াম মাতাবেন এক ঝাঁক তারকা ক্রিকেটাররা। এদিন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের বিপক্ষে মাঠে নামবে তারকাবহুল বিশ্ব একাদশ। গত বছরের সেপ্টেম্বরে হারিকেন ইরমা ও মারিয়ার আঘাতে লণ্ডভণ্ড হয়ে যায় ক্যারিবীয় দ্বীপপুঞ্জের বেশ কয়েকটি স্টেডিয়াম।
মূলত স্টেডিয়ামগুলোর সংস্কারে তহবিল গঠনের লক্ষ্যে এই চ্যারিটি ম্যাচ আয়োজন করছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। কিছুদিন আগেই লাহোরের মাটিতে সিরিজ খেলেছিল বিশ্ব একাদশ। সেই সিরিজের মূল উদ্দেশ্য ছিলো পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানো।
এবার আরেকটি মহৎ উদ্দোগ্যে আবারও মাঠে নামবে বিশ্ব একাদশ। এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১১ টায়। সাবেক পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদি বিশ্ব একাদশের নেতৃত্ব দেবেন।
শুরুর দিকে দলটির নেতৃত্ব দেয়ার কথা ছিল ইংলিশ তারকা ইয়ন মরগানের। আঙ্গুলের ইনজুরির কারণে শেষমেশ ম্যাচটি থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি। বিশ্ব একাদশের হয়ে খেলার কথা ছিল টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানেরও।

তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজের নাম প্রত্যাহার করে নেন এই তারকা। তার পরিবর্তে দলে নেয়া হয় নেপালী ক্রিকেটার সন্দ্বীপ লামিচানকে। তাছাড়া, বিশ্ব একাদশের হয়ে খেলার কথা ছিল ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ারও।
তার পরিবর্তে বিশ্ব একাদশে জায়গা পেয়েছেন আরেক ভারতীয় মোহাম্মদ শামি। আর ইয়ন মরগানের পরিবর্তে দলে ডাকা হয়েছে ইংলিশ ক্রিকেটার স্যাম বিলিংসকে। শেষ মূহুর্তে এসে বিশ্ব একাদশে জায়গা করে নিয়েছেন কিউই তারকা টাইমাল মিলস ও ইংলিশ স্পিনার আদিল রশিদ।
বিশ্ব একাদশের হয়ে মাঠ মাতাবেন টাইগার ওপেনার তামিম ইকবালও। বিশ্ব একাদশে তিনি বাংলাদেশের একমাত্র প্রতিনিধি। এদিকে, ওয়েস্ট ইন্ডিজ দলের নেতৃত্ব দেবেন কার্লোস ব্র্যাথওয়েট। তাছাড়া, ক্রিস গেইল, আন্দ্রে ফ্লেচার, আন্দ্রে রাসেল ও মারলন স্যামুয়েলসরা খেলবেন উইন্ডিজের মেরুন জার্সি গায়ে।
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড
কালোর্স ব্র্যাথওয়েট (অধিনায়ক), ক্রিস গেইল, এভিন লুইস, মারলন স্যামুয়েলস, আন্দ্রে রাসেল, আন্দ্রে ফ্লেচার, অ্যাশলে নার্স, কেমো পল, রোভম্যান পাওয়েল, দিনেশ রামদিন (উইকেটরক্ষক), রায়াদ এমরিত, স্যামুয়েল বদ্রি ও কেসরিক উইলিয়ামস।
বিশ্ব একাদশ স্কোয়াড
শহীদ আফ্রিদি (অধিনায়ক), স্যাম বিলিংস, তামিম ইকবাল, লুক রনকি, সন্দ্বীপ লামিচান, শোয়েব মালিক, দীনেশ কার্তিক, মোহাম্মদ সামি, থিসারা পেরেরা, রশিদ খান, মিচেল ম্যাকক্লেনাগান, আদিল রশিদ, টাইমাল মিলস, স্যাম কারান।