রাজুর ডাক পাওয়ার নেপথ্যে

ছবি:

আইপিএল থেকে বয়ে নিয়ে আসা চোটের কারণে যে এরই মধ্যে আফগানিস্তান সিরিজ শেষ হয়ে গেছে মুস্তাফিজুর রহমানের তা মিডিয়ার কল্যাণে জানা হয়ে গেছে সবার।
তবে নতুন খবর হলো ফিজের বদলি হিসেবে জাতীয় দলে ডাক পেয়েছেন আরেক পেসার আবুল হাসান রাজু। বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) রাজুর ডাক পাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।
মূলত দেরাদুনের উইকেটে রাজু বেশ কার্যকর হবে বলেই মনে করছেন নির্বাচকেরা। আর সেই কারণেই তাঁকে ডাকা হয়েছে দলে। জাতীয় দলের প্রধান নির্বাচক এবং সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নুও এমনটাই জানিয়েছেন।

তাঁর মতে টি টোয়েন্টি ক্রিকেটে রাজুর যথেষ্ট সামর্থ্য রয়েছে ভালো করার। আর এই কারণেই নাকি তাঁকে স্ট্যান্ডবাইয়ের তালিকায় রাখা হয়েছিলো। নান্নু বলছিলেন,
'ও (রাজু) আমাদের স্ট্যান্ডবাই প্লেয়ার ছিলো। ফাস্ট বোলারের বদলি হিসেবে ফাস্ট বোলার দেয়া হয়েছে। যেহেতু টি-টোয়েন্টি সংক্ষিপ্ত সংস্করণের খেলা, সেখানে ওর সামর্থ্য আছে। তাছাড়া উইকেট দেখার পর টিম ম্যানেজমেন্টও ওকে চাচ্ছিলো। এই জন্যই ওকে আমরা আগে স্ট্যান্ডবাই করে রেখে দিয়েছিলাম।'
মুস্তাফিজের বদলি হিসেবে ডাক পাওয়া আবুল হাসান সবকিছু ঠিক থাকলে শুক্রবারই ভারতের উদ্দেশ্যে যাত্রা করবেন।
সেখানে এরই মধ্যে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী ৩রা জুন আফগানদের বিপক্ষে মাঠেও দেখা যেতে পারে রাজুকে।