promotional_ad

মুস্তাফিজের অভাব পোড়াবে না বাংলাদেশকে

promotional_ad

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে মঙ্গলবারই ভারতের দেরাদুনে পা রেখেছে বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ থেকে রওয়ানা দেয়ার আগে সাংবাদিকদের সাথে তেমন একটা কথা না বললেও দেরাদুনে পৌঁছে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেছে টাইগাররা।


আর এই সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে এসেছিলেন সিরিজে হেড কোচের দায়িত্ব পালন করা কোর্টনি ওয়ালশ, সহ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ, উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম এবং দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন।


আর এই সংবাদ সম্মেলনে মূল বিষয়টিই অবশ্য ছিলো কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের ছিটকে পরা নিয়ে। আইপিএল থেকে ইনজুরি নিয়ে আসা মুস্তাফিজকে ছাড়াই যে আফগান বধের মিশনে নামতে হচ্ছে টিম টাইগার্সকে তা এরই মধ্যে জানা হয়ে গেছে সবারই।


ফিজকে না পাওয়ার বিষয়টি তাই অনেকেই দেখছেন বড় ধরণের একটি ক্ষতি হিসেবে। যদিও কোচ কোর্টনি ওয়ালশ এই বিষয় নিয়ে খুব একটা ভাবতে নারাজ। বরং তিনি এখনও এগিয়ে রাখছেন নিজেদেরকেই। ওয়ালশ যেমন বললেন,



promotional_ad

'আমরা এখনো শক্তিশালী দল। দুর্ভাগ্য সে (মুস্তাফিজ) চোটে পড়েছে। তবে তার জায়গায় যে আসবে, তার বড় একটা সুযোগ।'


ওয়ালশের মতো মুশফিকুর রহিম নিজেও মুস্তাফিজের চোটকে স্বাভাবিকভাবেই নিচ্ছেন। বিশেষ করে একজনের ওপর নির্ভরশীল থাকতে চাচ্ছে না দল বলেই জানিয়েছেন তিনি। অনেকটা ওয়ালশের কথা পুনরাবৃত্তি করেই মুশি বলছিলেন,


'চোটে কারও হাত নেই। এটা খেলার অংশ। কোর্টনি যেটা বলেছে আমরা এখনো শক্তিশালী দল। একজনের ওপর ভিত্তি করে আমাদের দল নয়। আমাদের দলে অনেক ভালো খেলোয়াড় আছে যারা কাজটা করে দিতে পারে। এই বিশ্বাসটা আমাদের আছে। কোর্টনি যেটা বললেন, ওর জায়গায় যে আসবে তার জন্য বিরাট সুযোগ। যেই আসবে ভালো একটা ফল হবে আশা করি।'


শুধু তাই নয়, গত নিদাহাস ট্রফির মতো এই সিরিজেও নিজেদের সেরাটা ঢেলে দিয়েই খেলার অভিপ্রায় ব্যক্ত করেছেন মুশফিক। অন্তত বাংলাদেশ টি টুয়েন্টি ফরম্যাটে একটি মিনোজ দল এই তকমাটি কাটানোর ইঙ্গিতই পাওয়া গেলো এই উইকেট রক্ষক ব্যাটসম্যানের কণ্ঠে। মুশফিকের ভাষ্যমতে,



'প্রতিটি সিরিজে নতুন নতুন চ্যালেঞ্জ থাকে। চেষ্টা থাকবে সবশেষ যেটা করেছিলাম, সেটা যেন ধরে রাখতে পারি। গত সিরিজে শেষ বাধাটা (ফাইনাল) পেরোতে পারেনি। এবার চেষ্টা থাকবে সেটা যেন জয় করতে পারি। এটা দলীয় খেলা। টি-টোয়েন্টিতে আমরা কম জিতি। এবার চেষ্টা থাকবে ভালো করার।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball