promotional_ad

ভোটে দাঁড়াচ্ছেন মাশরাফি!

promotional_ad

বেশ কিছুদিন থেকেই গুঞ্জন ছিলো দেশের রাজনীতিতে যোগ দিচ্ছেন বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক ???াশরাফি বিন মর্তুজা। এবার সেই গুঞ্জনই সত্য প্রমাণিত হলো।


জানা গেছে আগামী জাতীয় নির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড়াবেন মাশরাফি। আর এই বিষয়টি নিশ্চিত করেছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। মঙ্গলবার (২৯ মে) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা পরবর্তী ব্রিফিংয়ে এমনটি জানান তিনি।


তবে মাশরাফি কোন সংসদীয় আসন থেকে এবং কোন দল থেকে অংশ নেবেন সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি পরিকল্পনামন্ত্রী। শুধু জনগণকে আহ্বান করেছেন মাশরাফি ভোটে দাঁড়ালে যেন তাঁকে সকলে ভোট দেন। পরিকল্পনামন্ত্রী বলেন,


'মাশরাফির বাড়ি তো নড়াইলে। মাশরাফি আগামী নির্বাচনে অংশ নেবেন। ও খুব ভালো মানুষ। মাশরাফি নির্বাচনে দাঁড়ালে আপনারা তাকে ভোট দেবেন ও তার জন্য দোয়া করবেন।'



promotional_ad

অবশ্য মাশরাফি আদতে কোন পদে দাঁড়াচ্ছেন কিংবা আসলেই রাজনীতিতে আসছেন কিনা এই প্রশ্নের জবাবে মুস্তফা কামালের ভাষ্য,


‘আমি সব জানি। কিন্তু এখন বলব না। রোজার দিন, তাই মিথ্যা বলতে পারব না। এ বিষয়ে এখন আর কিছুই বলব না।’


মাশরাফির গুণগান গাইতেও কুণ্ঠা বোধ করেননি পরিকল্পনা মন্ত্রী। নড়াইল এক্সপ্রেসের বিপিএলের পারফর্মেন্স নিয়ে কথা বলতে গিয়ে কামাল বলেন,


‘মাশরাফি বিপিএলে আমার দলের (কুমিল্লা ভিক্টোরিয়ান্স) ক্যাপ্টেন ছিল। সবকিছুতে ওর নিজের একটা মতামত থাকে এবং ও সেটা থেকে বের হয় না, নিজের মধ্যেই থাকে। এটা ভালো গুণ।'



এর আগে মাশরাফির পাশাপাশি সাকিব আল হাসানও নির্বাচনে দাঁড়াবেন বলে আভাস পাওয়া গিয়েছিলো। তবে এই প্রসঙ্গেও পরিষ্কার করে কিছু বলেননি মুস্তফা কামাল। তাঁর ভাষায়,


'মাশরাফি-সাকিব দুজনই এখন পরিণত বয়সের। আমিও ৪৮ বছর বয়সে নির্বাচন করেছি। সাকিবও আগামীতে নির্বাচন করবেন।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball