promotional_ad

ওয়েস্ট ইন্ডিজ সফরেও অনিশ্চিত ফিজ?

promotional_ad

সদ্য শেষ হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আসর থেকে ইনজুরি নিয়ে ফিরেছেন টাইগারদের কাটার মাষ্টার মুস্তাফিজুর রহমান। দিল্লি ডেয়ার ডেভিলসের বিপক্ষে টুর্নামেন্টের ৫৫ তম ম্যাচে ফিজের করা একটি বল সজোরে হাঁকান দিল্লির ব্যাটসম্যান রিশাভ পান্ট।


সেই বলটি থামাতে যেয়ে বাঁ পায়ের পাতায় বেশ আঘাত পান মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলা মুস্তাফিজ। তবে এরপরেও খেলা চালিয়ে গিয়েছিলেন তিনি। তখন হয়তো বোঝা যায়নি এই আঘাতই তাঁকে ছিটকে দিতে যাচ্ছে আসন্ন আফগানিস্তান সিরিজ থেকেই।


শেষ পর্যন্ত সেটাই হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিক্যাল দল জানিয়েছে অন্তত তিন থেকে চার সপ্তাহের জন্য মাঠের বাইরে অবস্থান করতে হবে মুস্তাফিজকে।


এদিকে ফিজের পায়ের এক্সরে সেই রিপোর্ট থেকে জানা গেছে আফগানিস্তান সিরিজে আপাতত আর খেলা হচ্ছে না তাঁর। বিষয়টি এরই মধ্যে নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম। মঙ্গলবার সাংবাদিকদের সাথে আলাপকালে ফিজের ইনজুরি প্রসঙ্গে তিনি বলেন,


'মুস্তাফিজের সোমবার একটি এক্সরে হয়েছিলো। এক্সরেতে দেখা গেছে তাঁর বা পায়ের পাতায় একটি হেয়ার লাইন ফ্র্যাকচারের মতো দেখা গেছে, সেটি পরে আমরা সিটি স্ক্যান করে আমরা নিশ্চিত করা হয়েছে যে হেয়ার লাইন ফ্র্যাকচার আছে। সেখানে মুস্তাফিজ খেলতে পারছে না।'



promotional_ad

বর্তমানে মুস্তাফিজকে পূর্ণ বিশ্রামে থাকতে হবে বলেও জানিয়েছেন রাবিদ ইমাম। সেক্ষেত্রে সপ্তাহ দুয়েক পরে তাঁর পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে উল্লেখ করে বিসিবির এই কর্মকর্তা বলেছেন,


'আমাদের মেডিক্যাল টিম ধারণা করছে যে এখান থেকে সুস্থ হয়ে উঠতে তিন থেকে চার সপ্তাহ সময় লাগবে। সেক্ষেত্রে আফগানিস্তানের সাথে সে খেলতে পারবে না। সপ্তাহ দুয়েক পর তাঁর পুনর্বাসন শুরু হবে। আপাতত সে বিশ্রামে থাকবে।'


আগামী তিন থেকে চার সপ্তাহের মধ্যে ফিজের ইনজুরি নিয়ে ইতিবাচক কিছু পাওয়া যাবে বলেও আশা প্রকাশ করেছেন ইমাম। তবে ঠিক কখন আবারো মাঠে ফিরবেন সেটি এখনও নিশ্চিত করেনি মেডিক্যাল টিম। এই প্রসঙ্গে বিসিবির এই কর্মকর্তার ভাষ্য,


'মেডিক্যাল টিমের ভাষ্য অনুযায়ী তিন থেকে আর সপ্তাহের মধ্যে সে অনুশীলনে ফিরতে পারবে। কখন সে মাঠে ফিরতে পারবে তা যাচাই করা হবে এখন থেকে হিসেব করলে তিন সপ্তাহ পরে। তবে তারা আশা করছে যে তিন থেকে চার সপ্তাহের মধ্যে একটি ইতিবাচক কিছু পাওয়া যেতে পারে।'


তবে মুস্তাফিজের বদলি ক্রিকেটারের নাম এখনও ঘোষণা করেননি নির্বাচকেরা। যদিও সেটি আজকালের মধ্যেই করা হবে বলে নিশ্চিত করেছেন রাবিদ ইমাম। তাঁর বক্তব্য,



'মুস্তাফিজের বদলির ব্যাপারে আমাদের নির্বাচক যারা আছেন তারা বসছেন। হয়তো তাঁর বদলি কে হবে তা দ্রুতই জানিয়ে দেয়া হবে।'


উল্লেখ্য আগামী মাসের শেষের দিকে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। সেই সিরিজের আগে সুস্থ হয়ে উঠবেন কিনা মুস্তাফিজ তা এখনও অনিশ্চিত। এই সফরে ফিজকে না পেলে যে বড় ধরণের একটি ধাক্কাই খেতে হবে টাইগারদের তা বলাই বলাই বাহুল্য। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball