আইপিএলে কে কি জিতলেন

ছবি:

সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে আইপিএলের ১১তম আসরের শিরোপা জিতেছে চেন্নাই সুপার কিংস। এই নিয়ে এবার সহ মোট তৃতীয় বারের মত শিরোপা জিতলো মহেন্দ্র সিং ধোনির দল।
এদিকে ফাইনালে অসাধারণ এক ইনিংস খেলার জন্য ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন চেন্নাই সুপার কিংসের অস্ট্রেলিয়ান অলরাউন্ডার শেন ওয়াটসন। এদিন ৫৭ বলে ১১৭ রানের ইনিংস খেলেন এই ডানহাতি ব্যাটসম্যান।
অন্যদিকে পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলে অরেঞ্জ ক্যাপ জিতে নিয়েছেন হায়দ্রাবাদের অধিনায়ক কেন উইলয়ামসন। তার ব্যাট থেকে এসেছে মোট ৭৩৫ রান। আর ২৪ উইকেট নিয়ে পার্পেল ক্যাপ জিতেছেন অজি পেসার অ্যান্ড্রু টাই।

কেকেআরকে ফাইনালে নিতে না পারলেও এবারের আসরের সবচেয়ে মূল্যবান ক্রিকেটারের পুরস্কার জিতেছেন কোলকাতা নাইট রাইডার্সের সুনীল নারাইন। এর আগে ২০১২ সালের আইপিএলে একবার এই পুরষ্কার জিতেছিলেন নারাইন।
সুনীল নারাইন ছাড়া একমাত্র শেন ওয়াটসন এই পুরষ্কার জিতেছেন দুইবার। তরুন ক্রিকেটারদের মধ্যে ইমার্জিং ক্রিকেটারের পুরস্কারটি নিজের করে নিয়েছেন দিল্লী ডেয়ারডেভিলসের রিশাভ পান্ট।
বাঁহাতি এই উইকেট রক্ষক ১৭৩.৬০ স্ট্রাইকরেটে করেছেন ৬৮৪ রান। ছক্কা হাঁকিয়েছেন সর্বোচ্চ ৩৭ টা, চার মেরেছেন ৬৮ টি। আসরের সেরা ক্যাচ লুফে নেয়ার পুরস্কারটি জিতেছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। আর এই আসরের ফেয়ারপ্লে অ্যাওয়ার্ড জিতেছে রোহিত শর্মা-মুস্তাফিজুর রহমানের মুম্বাই ইন্ডিয়ান্স।