ওয়ালশই থাকছেন হেড কোচ

promotional_ad

আফগানিস্তান সিরিজেও যে ক্যারিবিয়ান কিংবদন্তী কোর্টনি ওয়ালশকেই অন্তর্বর্তীকালীন হেড কোচ হিসেবে দায়িত্ব দিতে যাচ্ছে ক্রিকেট বোর্ড তা আগেই জানা গিয়েছিলো।


অবশেষে আনুষ্ঠানিকভাবে সেই ঘোষণাই নতুন করে দিলো বিসিবি। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি নিশ্চিত করেছে ওয়ালশকে দায়িত্ব দেয়ার বিষয়টি। বিসিবি জানিয়েছে,


'ভারতের দেরাদুনে অনুষ্ঠিতব্য আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন কোর্টনি ওয়ালশ। শ্রীলঙ্কার নিদাহাস ট্রফিতেও একইভাবে দায়িত্ব পালন করেছিলেন তিনি।' 


অবশ্য বাংলাদেশ দলের হেড কোচ হিসেবে গত নিদাহাস ট্রফিতেও হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ওয়ালশ। এবার আবারো তাঁর ওপরেই আস্থা রাখছে বোর্ড। তবে কোচ হিসেবে যে মন্দ নন ওয়ালশ তা এরই মধ্যে প্রমাণিত হয়েছে শ্রীলঙ্কায়।


নিদাহাস ট্রফির সাফল্যের পেছনে তাঁরও যে হাত ছিলো অনেকাংশে তা বলাই বাহুল্য। এবার আফগান বধের মিশনেও তিনি সাফল্য বয়ে নিয়ে আসবেন বলে প্রত্যাশা করছেন সকল ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।


promotional_ad

বাংলাদেশ স্কোয়াড-


তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন সৈকত, আরিফুল হক, নাজমুল ইসলাম অপু, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, লিটন কুমার দাস, আবু জায়েদ রাহী, মেহেদী হাসান মিরাজ, আবু হায়দার রনি


স্ট্যান্ডবাই- কাজী নুরুল হাসান সোহান, আবুল হাসান রাজু, নাইম হাসান।


টাইগারদের আফগানিস্তান সিরিজের সূচি-


১। প্রথম টি টোয়েন্টি- ৩রা জুন, দেরাদুন (রাত সাড়ে আটটা)


২। দ্বিতীয় টি টোয়েন্টি- ৫ই জুন, দেরাদুন (রাত সাড়ে আটটা)


৩। তৃতীয় টি টোয়েন্টি- ৭ই জুন, দেরাদুন (রাত সাড়ে আটটা)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball