ম্যাচের সবথেকে বড় উইকেটটি ছিলো সাকিবের- আগারকার

ছবি:

আইপিএলে নিজের প্রাক্তন দল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে আবারো অলরাউন্ড নৈপুণ্যের প্রদর্শনী উপহার দিয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।
শুক্রবার আইপিএল ১১ এর দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে কলকাতাকে ১৪ রানে হারিয়েছে সাকিবদের দল সানরাইজার্স হায়দ্রাবাদ। আর এই ম্যাচে ব্যাট হাতে ২৪ বলে ২৮ রানে দারুণ একটি ইনিংস খেলেন সাকিব।
পরবর্তীতে বল হাতেও ৩ ওভারে ১৬ রান দিয়ে দীনেশ কার্তিকের গুরুত্বপূর্ণ উইকেটটি তুলে নেন তিনি। দুর্দান্ত একটি বলে কলকাতা অধিনায়ককে বোল্ড করে সাজঘরে ফেরান সাকিব। আর এই উইকেটটিকেই অনেকে ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন।

কেননা ফর্মের তুঙ্গে থাকা কার্তিক ক্রিজে টিকে থাকলে যে হায়দ্রাবাদের জন্য জয় পাওয়া বেশ কঠিন হতো তা বলাই বাহুল্য। ভারতের সাবেক পেস তারকা এবং বর্তমান ক্রিকেট বিশ্লেষক হিসেবে কাজ করা অজিত আগারকারও দীনেশ কার্তিকের উইকেটটিকেই সবথেকে বড় বলে আখ্যা দিয়েছেন।
ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোর এক আলোচনা অনুষ্ঠানে ম্যাচ শেষে আগারকার জানিয়েছেন ম্যাচ জয়ের নায়ক রশিদ খান হলেও সবথেকে বড় উইকেট নিয়েছেন সাকিবই। আগারকারের ভাষ্যমতে,
‘হ্যা রশিদ খানই ছিলেন এই ম্যাচের নায়ক। তবে অবশ্যই ভোলা উচিৎ নয় যে সাকিব কিন্তু দিনেশ কার্তিকের মতো গুরুত্বপূর্ণ উইকেটটি নিয়েছেন। আমার মতে এটিই ছিলো ম্যাচের সবচেয়ে বড় উইকেট। হ্যাঁ, এখন হয়তো আন্দ্রে রাসেলের কথা আসবে। কিন্তু চলতি মৌসুমে রান তাড়ার ক্ষেত্রে আপনি কার্তিকের রেকর্ড দেখুন। তখনই বুঝবেন তার উইকেটের মাহাত্ম্য।'
উল্লেখ্য কলকাতার বিপক্ষে এই ম্যাচে অলরাউন্ড পারফর্ম করেছেন আফগান স্পিনার রশিদ খানও। ব্যাট হাতে প্রথমে মাত্র ১০ বলে ৩৪ রানের এক ক্যামিও ইনিংস খেলার পর বোলিংয়ে এসে মাত্র ১৯ রানে ৩ উইকেট শিকার করেন তিনি।
আর এরূপ পারফর্মেন্সের পর স্বাভাবিকভাবেই ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন রশিদ। তবে মিতব্যায়ি বোলিংয়ের পাশাপাশি কার্তিকের উইকেট নিয়ে অবদান কম ছিলো না সাকিবেরও।