ডেথ ওভারে কেন সাকিব নয়?

ছবি:

জয়ের আশা জাগিয়েও জেতা হয়নি সানরাইজাহর্স হায়দ্রাবাদের। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলা দলটি প্রায় সব ম্যাচেই ডেথ বোলিং দিয়ে ম্যাচ জিতলেও এদিন চেন্নাইয়ের বিপক্ষে সেটা হয়নি।
লো-স্কোরিং ম্যাচে শুরু থেকেই চেন্নাইকে চেপে ধরে রেখেছিল সাকিবরা। কিন্তু ফাফ ডু প্লেসিস এবং শার্দূল ঠাকুরের দুর্দান্ত ব্যাটিংয়ে জয় তুলে নিয়ে ফাইনাল নিশ্চিত করে মহেন্দ্র সিং ধোনির দল।
এদিকে এই ম্যাচে দারুন বোলিং করেছেন হায়দ্রাবাদের স্পিনার রশিদ খান। কিন্তু টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানকে দিয়ে মাত্র দুই ওভার করিয়েছেন কিউই এই দলপতি।
আর ইনিংসের শেষের দিকে এসে কেন সাকিবকে না দিয়ে কেন ব্রাথওয়েটকে দিলেন এই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল তাকে। সংবাদ সম্মেলনে এসে এর উত্তরে উইলিয়ামসন জানান,

'এমন উইকেটে আপনাকে আগে বুঝতে হবে যে কাকে দিয়ে আপনি গুরুত্বপূর্ণ ওভারগুলো করাবেন। স্পিনার নাকি পেসার এটাও তখন সিদ্ধান্ত নিতে হবে। আর আমাদের ডেথে অনেক ভালো বোলার আছে যারা আগেও আমাদের ম্যাচ জিতিয়েছে।
তাই উইকেট দেখেই আপনাকে সবকিছু মেপে নিতে হবে। যদি টার্ন করা বন্ধ করে তাহলে স্পিনাররা কাজে আসবে না। আর স্পিন করলে স্পিনাররাই এই উইকেটে কাজে আসবে। আর পেসাররা তো আছেই সবকিছু সামাল দেয়ার জন্য।'
এদিকে ম্যাচ হারলেও বোলারদের প্রশংসা করতে ভুলেননি অধিনায়ক উইলিয়ামসন। লো-স্কোরিং ম্যাচে তার দলের বোলাররা দারুন বল করেছে বলেও জানান তিনি। এছাড়াও দারুন ব্যাটিংয়ের জন্য চেন্নাইয়ের লোয়ার অর্ডার ব্যাটসম্যান এবং ফাফ ডু প্লেসিসের প্রশংসা করেন তিনি। উইলিয়ামসনের ভাষায়,
'বোলাররা অসাধারণ বোলিং করেছে আজকে। ডেথ ওভারে খেই হারিয়ে ফেললেও লো-স্কোরিং ম্যাচে আপনাকে এটা মেনেই নিতে হবে। আর ছোট ভুল আপনাকে ম্যাচ থেকে ছিটকে দিবে।
এর আগের ম্যাচগুলোতে এমন পরিস্থিতিতে আমরা পেরেছিলাম কিন্তু এবার সেটা হয়নি। এই দিকগুলো শুধরেই পরের ম্যাচগুলোতে মাঠে নামবো।আমাদের মূল শক্তি হচ্ছে ডেথ বোলিং। কিন্তু চেন্নাই আজকে ভালো খেলেছে।
তাদের ব্যাটিংইয়ে গভিরতা ছিল যা তাদের কাজে দিয়েছে। অবশ্যই শার্দূল একটা দারুন ইনিংস খেলেছে। ব্যাপারটা আমাদের কাছে হতাশার যদিও। কলকাতায় যাচ্ছি আশা করছি সেখানে উন্নতি করতে পারবো এসব দিকে।'