নতুন কোচ পেল জিম্বাবুয়ে

ছবি:

জিম্বাবুয়ে দলের পাশে দাঁড়িয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার লালচাঁদ রাজপুত। তাদের অন্তর্বতীকালীন কোচ হিসেবে যোগ দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড বিষয়টি নিশ্চিত করে। তখনই নতুন কোচের নাম জানায় তারা । সাবেক কোচ হিথ স্ট্রিকের পরিবর্তে কাজ করবেন তিনি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জিম্বাবুয়ের ক্রিকেট বোর্ড জানায়, ৫৬ বছর বয়সী রাজপুত দ্রুতই তার কাজ শুরু করবেন। আগামী জুলাইয়ে হারারেতে শুরু হওয়া অস্ট্রেলিয়া ও পাকিস্তানের সঙ্গে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজের আগেই জিম্বাবুয়ে দলের দায়িত্ব নেবেন ভারতের সাবেক এ কোচ।
গত মার্চে নিজ দেশে হওয়া বিশ্বকাপ বাছাইপর্বের ফাইনালে উঠতে পারেনি জিম্বাবুয়ে। ফলে আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপে অংশ নেয়াও হচ্ছেনা তাদের। এরপরই স্ট্রিক সহ সকল টিম ম্যানেজমেন্টকে বরখাস্ত করা হয়।
২০০৭-এ প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের কোচ ছিলেন রাজপুত । এছাড়া সাবেক এ ভারতীয় খেলোয়াড় দেশের হয়ে ২ টেস্ট ও ৪টি ওয়ানডে ম্যাচ খেলেছিলেন।