promotional_ad

টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে চমকপ্রদ প্রস্তাব

promotional_ad

চলতি মাসের ২৮ এবং ২৯ তারিখ মুম্বাইয়ে একত্রিত হবে আইসিসির ক্রিকেট কমিটির মেম্বাররা। যেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনার পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে কথাবার্তা বলবেন তারা।


২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপের পর পরই শুরু হবে টেস্ট চ্যাম্পিয়নশিপ। ২ বছর ধরে চলবে এই টুর্নামেন্ট। ২০২১ সালের ১০ জুন ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। 


আসন্ন এই মিটিংয়ে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলাপ আলোচনা হবে যার মাধ্যমে কিছু পরিবর্তন আসতে পারে টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়মাবলীতে।


কমিটির প্রধান হিসেবে দায়িত্বে থাকা ভারতের সাবেক অধিনায়ক অনিল কুম্বলে সিদ্ধান্ত নিবেন টস সংক্রান্ত বিষয়ের। এছাড়াও পয়েন্ট সিস্টেম কিভাবে হবে আর পিচের ধরণ কেমন হবে সেটি নিয়েও সিদ্ধান্ত নেয়া হবে।


 


এই মিটিংয়ের পর ডাবলিনে আইসিসির বার্ষিক সভায় এসব প্রস্তাব তুলে ধরা হবে। এর আগে এপ্রিলে কলকাতায় যে আইসিসির বার্ষিক সভা হয়েছিল সেখানেও এসব প্রস্তাবনা তুলে ধরা হয়েছিল। এদিকে আসন্ন মিটিংয়ে কি কি ধরণের পরিবর্তন আসতে পারে ইএসপিএন ক্রিকইনফো এরই মধ্যে তার তথ্য পেয়েছে-- 


ক্রিকফ্রেঞ্জির পাঠকদের জন্য সেই সম্ভাবনাময়য় পরিবর্তনগুলো তুলে ধরা হলঃ


দিবা রাত্রির টেস্টঃ



promotional_ad

সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে দিবারাত্রির টেস্ট খেলার জন্য অসম্মতি জানিয়েছে ভারত। কিন্তু টেস্ট চ্যাম্পিয়ন শুরু হলে হয়তো 'না' করার সুযোগটা পাবেনা কোন দেশ। নতুন কন্ডিশনে, ঘরের বাইরে দলগুলোকে দিবারাত্রির টেস্টও খেলতে হতে পারে।


তবে সেক্ষেত্রে হোম টিম যদি চায় তাহলেই শুধু দিবা রাত্রি টেস্ট খেলা হবে। আর যদি দিবা রাত্রির টেস্ট হয় তাহলে সফরকারী দল টেস্ট শুরুর আগে দুই দিনের একটি দিবারাত্রির প্রস্তুতি ম্যাচ খেলতে পারবে। 


টসঃ


টেস্ট ক্রিকেট পাঁচ দিনের খেলা। আর স্বাগতিক দলের চাওয়াতেই উইকেটের ধরন নির্ধারণ করা হয়। তাই এক্ষেত্রে সুবিধা দেয়া হবে সফরকারী দলকে। কোন প্রকার টস ছাড়াই সফরকারী দলকে সিদ্ধান্ত নেয়ার সুবিধা দেয়া হবে।


অপরিণত উইকেটঃ


উইকেটের কথা মাথায় রেখেই সফরকারী দলকে সুবিধা দেয়া হবে টসের সিদ্ধান্ত নেয়ার। বিগত কয়েক বছরে উইকেটের বাজে আচরণ নিয়ে আইসিসিকে বেশ কয়েকবার আবেদন জানিয়েছে দলগুলো।


টেস্ট চ্যাম্পিয়নশিপ চালু হওয়ার পর কোন টেস্টে এমন পরিস্থিতি দেখা দিলে সেক্ষেত্রে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হবে। আর আউটফিল্ডের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত নেয়া হবে। তখন ম্যাচ  রেফারি সিদ্ধান্ত নিয়ে সফরকারী দলকে জয়ী ঘোষণা করবেন এবং তাদেরকে ম্যাচের পয়েন্ট দিয়ে দেয়া হবে।


পয়েন্ট সিস্টেমঃ 



আইসিসি, ক্রিকেট কমিটির কাছে জানতে চেয়েছে পয়েন্ট সিস্টেমটা কেমন হবে? পয়েন্ট কি প্রতি ম্যাচের উপর নির্ভর করবে নাকি সিরিজের উপর। এছাড়াও ড্র এবং জয়ে কেমন পয়েন্ট দেয়া হবে তা নিয়েও জানাতে বলা হয়েছে।  এছাড়াও ক্রিকেটারদের খারাপ আচরণ এবং স্লো ওভার রেটের উপরেও ব্যবস্থা নেয়া হবে বলেও জানা গিয়েছে। 


পাঁচ দিনের টেস্টঃ


টেস্ট চ্যাম্পিয়নশিপে সবগুলো ম্যাচই হবে পাঁচ দিনের। চার দিনের টেস্ট আয়োজন করার চিন্তা ভাবনা থাকলেও এক্ষেত্রে সেটা হচ্ছেনা। আর প্রত্যেক টেস্টের মাঝে তিন দিনের বিরতি রাখতে বলা হয়েছে। 


বলঃ


লীগ চলাকালীন সময় স্বাগতিক দল যে বল ব্যবহার করে থাকে তা দিয়েই খেলা হবে। শুধু মাত্র ফাইনালে ইংল্যান্ড যে ধরণের বল দিয়ে খেলে থাকে তা দিয়েই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। 


সূত্রঃ ক্রিকইনফো



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball