শচিনের চেয়ে এগিয়ে কোহলিঃ ওয়ার্ন

ছবি:

একশ সেঞ্চুরির মালিক শচিন টেন্ডুল্কারের থেকেও বিরাট কোহলিকে এগিয়ে রাখছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তী স্পিনার শেন ওয়ার্ন। রাজস্থান রয়্যালসের কোচ হিসেবে দায়িত্ব পালন করা ওয়ার্নের কাছে ভারতীয় অধিনায়ক একটু বেশিই প্রিয়।
'বিরাট কোহলি যেভাবে খেলে সেটা নিঃসন্দেহে দারুণ কিছু। ওয়ানডে ক্রিকেটে সে যখন রান অতিক্রম করে তখন প্রায়শই সেঞ্চুরি করেছে। আমার মনে হয় সে যেটা করেছে সেটা শচিনও করতে পারবে না।
'আর অন্য ব্যাটসম্যানরা তো অবশ্যই পারবে না। শচিন এবং লারা দুজনেই আমাদের সময়ের সেরা ব্যাটসম্যান ছিল। কিন্তু কোহলি আর ভিলিয়ার্স এই যুগের। আর তাদের আলাদা করে সংজ্ঞায়িত করা কঠিন।'

উল্লেখ্য, মাত্র ২৯ বছর বয়সে টেস্ট আর ওয়ানডে মিলিয়ে ৫৬ টি সেঞ্চুরি করে ফেলেছেন কোহলি। আর তাই আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় ৩৫ হাজার রানের অধিকারীর সঙ্গে তুলনা করা হচ্ছে তার।
আরও কমপক্ষে আট বছর জাতীয় দলে খেলার সামর্থ্য রাখেন কোহলি। আর এভাবে খেলতে থাকলে ব্যাটিংয়ের সব ধরণের রেকর্ড নিজের করে নিতে পারবেন তিনি। কোহলির বিষয়ে ওয়ার্ন আরও জানান,
'আমি যাদের খেলতে দেখেছি তাদের মধ্যে অবশ্যই কোহলি সেরা। তার শক্তিমত্তা আর প্যাশনের ভক্ত আমি। আমি নিশ্চিত যখন সে অবসর নিবে তখন তাকে নিয়ে শচিনের মতো করেই আলোচনা হবে।'