যুক্তরাষ্ট্রে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি২০ সিরিজ খেলবে টাইগাররা

ছবি:

বাংলাদেশ ক্রিকেট দলকে যুক্তরাষ্ট্রে ফ্লোরিডায় একটি টি২০ সিরিজে আতিথেয়তা দিতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজটি আগামী আগস্টে মাঠে গড়াবে। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ফ্লোরিডার লন্ডারহিলের সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজিওনাল পার্কে।
আর সিরিজের প্রথম ম্যাচটি সেন্ট কিটসে আয়োজন করা হবে বলে ধারণা করা হচ্ছে। শনিবার ক্রিকেটের জনপ্রিয় পোর্টাল ক্রিক ইনফো এমনটাই জানিয়েছে। ফ্লোরিডার স্টেডিয়ামটির একজন কমকর্তা জানিয়েছেন, ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডাব্লিউআই) তাদের স্টেডিয়ামের তারিখ বুক করেছে দুটি ম্যাচের জন্য।
স্টেডিয়াম কর্মকতা আরও বলেছেন, ৪ ও ৫ আগস্ট বাংলাদেশের সাথে ম্যাচ খেলার জন্য স্টেডিয়ামের সাথে চুক্তি করেছে ওয়েস্ট ইন্ডিজ বোর্ড। এর পরই ব্যস্ত সময় কাটাবে ক্যারিবিয়ান ক্রিকেট। কারণ আগামী ৮ আগস্ট থেকে মাঠে গড়াবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগের আসর।

লন্ডারহিল স্টেডিয়ামও ব্যস্ত থাকবে তখন। কারণ এই মাঠেই জ্যামাইকা তালাওয়াহসেরও কয়েকটি ম্যাচ হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ দল প্রথম বারে মতো ফ্লোরিডায় খেললেও, এই নিয়ে তৃতীয়বারের মতো ওয়েস্ট ইন্ডিজ খেলবে।
এর আগে ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজ এখানে কিউইদের আতিথেয়তা দিয়েছিলো। এরপর ২০১৬ সালের আগস্টে আবার ভারতের বিপক্ষে ফ্লোরিডায় খেলেছে তারা। ২০১০ সালের মে মাসে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড সিরিজটি ছিল আমেরিকার মাটিতে প্রথমবার আয়োজিত কোনো টি২০ সিরিজ।
এদিকে, ফ্লোরিডায় বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের সাথে তৃতীয় দল হিসেবে একটি ত্রিদেশীয় টি২০ সিরিজ খেলার কথা ছিল পাকিস্তানের। শেষমেশ তা দ্বিপাক্ষিক সিরিজ হিসেবেই অনুষ্ঠিত হচ্ছে ফ্লোরিডায়।