মাশরাফি-সাকিবদের সঙ্গই ইয়াসিনের বড় প্রাপ্তি

ছবি:

বাংলাদেশ দলের আসন্ন আফগানিস্তান সিরিজ ও উইন্ডিজ সফরের ৩১ জনের প্রাথমিক দলে ডাক পেয়েছেন ১৯ বছর বয়সী তরুণ পেসার ইয়াসিন আরাফাত। রোববার শুরু হবে টাইগারদের অনুশীলন ক্যাম্প। মাশরাফি, তামিম, মুশফকদের সাথে অনুশীলন করবেন ভেবেই রোমাঞ্চিত তিনি।
জুনে আফগানিস্তান কিংবা ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে ১৫ বা ১৬ সদস্যের দল ঘোষণা করবে বিসিবি। সেই দলে ইয়াসিরের নাম থাকাটাও হবে বড় বিস্ময়। আপাতত টাইগারদের প্রাথমিক দলে ডাক পেয়েই অনেক অবাক হয়েছেন এই তরুণ পেসার।
সম্প্রতি সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে ইয়াসিন বলেছেন, ‘আমি ভেবেছিলাম হয়তো এইচপি (হাইপারফরম্যান্স) বা “এ” দলে রাখবেন নির্বাচকেরা। কিন্তু বাংলাদেশ প্রাথমিক দলে জায়গা হবে কল্পনাতেও ছিল না। মাশরাফি-সাকিব-তামিম-মুশফিক ভাইদের সঙ্গে একই ড্রেসিংরুমে শেয়ার করব, একসঙ্গে অনুশীলন করব, ভাবতেই অন্য রকম লাগছে!’

ছোটোবেলা থেকেই ক্রিকেটের প্রতি ঝোঁক ছিল ইয়াসিনের। তবে তার বাবা ওমানপ্রবাসী নুরুল আমিন চাননি ছেলে ক্রিকেটার হোক। তবে এই ব্যাপারে পূর্ণ সহযোগীতা পেয়েছেন মায়ের। ইয়াসিনের মা আনোয়ারা বেগম বলতেন, ‘ক্রিকেটার যদি হতেই হয়, মাশরাফির মতো হবি।’
ইয়াসিন বিসিবির বয়সভিত্তিক দলের কোচ মাহবুব আলীর অধীনে কাজ করেছেন দীর্ঘদিন। তিনি এই তরুণের মাঝে দারুণ সম্ভাবনা দেখলেও, উন্নতির অনেক জায়গা আছে বলে মনে করেন। তিনি বলেছেন, ‘জোরে বোলিং করতে পারে। ভালো উচ্চতা আছে, এটা তাঁর শক্তির জায়গা। পিচে হিট করে বল ভালো উচ্চতায় তুলতে পারে। তবে এখনো অনেক কাজ করতে হবে তাকে। উন্নতির অনেক জায়গা আছে।’
মাশরাফি-সাকিবদের মতো দেশ সেরা ক্রিকেটারদের সাথে ড্রেসিংরুম শেয়ার করতে পেরেই দারুন আনন্দিত ইয়াসিন, ‘মাশরাফি-সাকিব ভাইদের সঙ্গে একই ড্রেসিংরুম শেয়ার করব, এটা আমার জন্য বিরাট প্রাপ্তি। জানি না কত দূর যেতে পারব, চেষ্টা করব সিনিয়রদের কাছ থেকে কিছু শিখতে।’