টেস্টে ফেরার স্বপ্ন দেখছেন তুষার

ছবি:

ঘরোয়া ক্রিকেটের রানের স্রোতটা মিলাতে চান আন্তর্জাতিক ক্রিকেটে। ব্যাপারটি অনেক কঠিন হলেও এখনও স্বপ্ন দেখছেন তুষার ইমরান। সবকিছু ঠিক থাকলে ১০ বছর পর 'এ' দল দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সুযোগ পাচ্ছেন এই ব্যাটসম্যান।
সীমিত ওভারের ক্রিকেট নিয়ে চিন্তা নেই তুষারের। সুযোগ পেলে টেস্টে নিজের পারফরমেন্স দেখাতে চান তুষার। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের এই নিয়মিত পারফর্মার মনে করেন এ দলের হয়ে ভালো খেললেই জাতীয় দলের দরজা খুলে যাবে তার জন্য।
সম্প্রতি সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে তুষার বলেছেন, 'গত দশ বছরে কোথাও ছিলাম না। এরমধ্যে যে পারফরম্যান্সটা করেছি, এতদিন ধরে পারফর্ম করে যাচ্ছি, নির্বাচকরা হয়তো সেটা বিবেচনা করছেন।'

সীমিত ওভারের ক্রিকেটে পারফর্ম করা তার জন্য যে অনেক কঠিন এটা মেনে নিয়েছেন তুষার। তবে সাদা পোষাকের ক্রিকেটে ভালো করারা অনুপ্রেরণা পাচ্ছেন আত্মবিশ্বাস থেকে। টেস্ট ক্রিকেটে ফেরার জন্য লড়াইটা চালিয়েই যাবেন বলে জানালেন এই ব্যাটসম্যান।
তুষারের ভাষ্যমতে, 'আমি ভাগ্যবান যে, আমার একটা সুযোগ আছে। যদি 'এ' দলে ভালো করি তাহলে জাতীয় দলে আনতে পারে নির্বাচকরা। আমার জন্য টি-২০ বা ওয়ানডে খুবই কঠিন। আর বাংলাদেশের হয়ে যারা এসব ফরম্যাটে খেলছে তাদেরকে পেছনে ফেলাটাও কঠিন। আমার কাছে মনে হয়, টেস্ট ক্রিকেটে কিছু কিছু জায়গা ওপেন আছে। আমি টেস্ট ক্রিকেটের জন্য ফাইট করে যাবো।'
কদিন আগেই আয়ারল্যান্ড সিরিজ ও উইন্ডিজ সফরের দল ঘোষণা করেছে বিসিবি। জানানো হয়েছে এইচপি দলে কারা আছেন তাদের নামও। এবার এ দল ঘোষণার পালা। জাতীয় দল ও এইচপি দলে এরই মধ্যে সুযোগ পেয়েছেন ৬১ জন ক্রিকেটার। তবে, এ দলে সুযোগ পাবেন ৬ জন ক্রিকেটার।
সেখানে তুষারের সঙ্গী হতে পারেন অভিজ্ঞ শাহরিয়ার নাফিস, নাঈম ইসলাম ও মার্শাল আইয়ুবরা। ব্যাপারটিকে ইতিবাচক হিসেবেই নিচ্ছেন তুষার, 'সবকিছু ইতিবাচকভাবে নিচ্ছি। যদি ভালো খেলি..., 'এ' দল আর জাতীয় দলের মধ্যে খুব বেশি পার্থক্য কিন্তু থাকে না। যারা 'এ' দলে খেলে পরবর্তীতে জাতীয় দলে তাদের সুযোগটাই বেশি থাকে।'