ভুল ধরিয়ে দিলেন রুবেল

ছবি:

ওয়ানডে এবং টি-টুয়েন্টির মত বেশী টেস্ট খেলা হয়না বাংলাদেশের। তাই সাদা পোষাকে নিজেদের সেই ভাবে মেলে ধরতে পারেননা বাংলাদেশ দলের ক্রিকেটাররা।
আর টাইগার পেসার রুবেল হোসেন মনে করেন, যত বেশী টেস্ট খেলবে বাংলাদেশ তত বেশী ক্রিকেটে উন্নতি করবে তারা। এমনকি খেলোয়াড়দের পারফর্মেন্সেও উন্নতি হবে।
তবে উন্নতিটা ব্যাটসম্যানদের তুলনায় বোলারদের বেশী প্রয়োজন বলেও মনে করেন তিনি। বিশেষ করে পেসারদের। ইনজুরির কারণে টেস্ট খেলতে পারেননা টাইগারদের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মোর্তজা।

আর তার উদাহারণ টেনে এনে রুবেল জানিয়েছেন, বাংলাদেশের পেসাররা ইনজুরিতে পরেই ক্রিকেট থেকে পরছে। তবে তিনি চান আরও বেশী করে টেস্ট খেলুক বাংলাদেশ। রুবেল জানান,
'পেসারদের দুর্বলতার অনেকগুলো কারণ আছে। এর মধ্যে অন্যতম দুটি হলো ইনজুরি ও বাংলাদেশের কম টেস্ট খেলা। মাশরাফি ভাই সেই কবে ৭৮ উইকেট পেয়েছেন কিন্তু ইনজুরির কারণে আর ফিরতে পারেনি। রাজীব (শাহাদাত হোসেন) ভাই ৭২ উইকেট পেয়েছেন, তিনিও ইনজুরির কারণে আর সুযোগ পাচ্ছেন না।
আমরা তাদের পরে বা সঙ্গে শুরু করেছি তারাও নানা সময়ে ইনজুরিতে পড়ে পিছিয়ে গেছি। আরেকটা কারণ হলো, দেখেন বাংলাদেশ দল বছরে কতগুলো টেস্ট খেলে? যখন খেলে তখনতো সেরা পারফরমারদেরই সুযোগ আসে।
এ ছাড়াও দেশের উইকেটেও আমাদের পেসারদের জন্য সহায়তা থাকে না। আমাদের অনেক টেস্টে দেখবেন একাদশে একজন পেসার খেলেছে। ঘরোয়াতেও একটা সময় পেসারদের দাম ছিল না। সেটিও উইকেটের কারণে।'