দারুণ জয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো রাজস্থান

ছবি:

চেন্নাইয়ের বিপক্ষে ৪ উইকেটের জয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো রাজস্থান রয়্যালস। জয়পুরে তারা চেন্নাইয়ের দেয়া ১৭৭ রানের লক্ষ্য ১ বল হাতে রেখেই পেরিয়ে গেছে। এই হারের ফলে প্লে অফ নিশ্চিত করতে আরও অপেক্ষা করতে হচ্ছে ধোনিদের।
বড় লক্ষ্যে খেলতে নেমে দুই ওপেনার জস বাটলার ও বেন স্টোকসের ব্যাটে দাপুটে শুরু পায় রাজস্থান। এই দুজনের উদ্বোধনী জুটি থেকে আসে ৪৮ রান। স্টোকস মাত্র ১১ রান করে ফিরলেও দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন জস বাটলার।
মাঝে সঞ্জু স্যামসন ২১, স্টুয়ার্ট বিনি ২২ রান করে দারুণ সঙ্গ দিয়েছেন বাটলারকে। এই উইকেটরক্ষক ব্যাটসম্যান শেষ পর্যন্ত ৬৬ বলে ২ ছয় ও ১১ চারে ৯৫ রান করে অপরাজিত থেকেছেন। চেন্নাইয়ের হয়ে ১ টি করে উইকেট নিয়েছেন ডেভিড উইলি, হরভজন সিং, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর ও ডুয়াইন ব্রাভো।

এর আগে প্রথমে ব্যাট করে রাজস্থান রয়্যালসের সামনে ১৭৭ রানের জয়ের লক্ষ্য ছুঁড়ে দেয় চেন্নাই সুপার কিংস। নির্ধারিত ২০ ওভারে তাদের সংগ্রহ দাঁঁড়ায় ৪ উইকেট হারিয়ে ১৭৬ রান। টসে জিতে ব্যাটিং করতে নেমে শুরু থেকে আগ্রাসী ব্যাটিং শুরু করেন চেন্নাইয়ের ব্যাটসম্যানরা।
ওপেনার আম্বাতি রাইডু ১২ রান করে ফিরলেও দ্বিতীয় উইকেটে ৮৬ রানের বড় জুটি গড়েছেন শেন ওয়াটসন আর সুরেশ রায়না। ৩১ বলে ২টি করে চার-ছক্কায় ৩৯ রান করে আউট হয়েছেন ওপেনার ওয়াটসন। তারপর ৫২ রান করে ফিরেছেন রায়না।
৩৫ বলের ইনিংসে ৬টি বাউন্ডারি আর ১টি ছক্কা মারেন বাঁহাতি এই ব্যাটসম্যান। বাকি সময়টা অধিনায়ক মহেন্দ্রসিং ধোনির ব্যাটে দারুন ভাবে পাড়ি দেয় চেন্নাই। ধোনি ২৩ বলে একটি করে চার-ছক্কায় ৩৩ রান করে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন।
শেষ দিকে ২২ বলে ২৭ করে রানআউটের শিকার হয়েছেন স্যাম বিলিংস। রাজস্থানের হয়ে ২টি উইকেট নিলেও ৪ ওভারে ৪২ রান খরচ করেন জোফরা আর্চার। আর ১ টি উইকেট দখল করেন ইশ সোধী।