আবারও কাউন্টি মাতাবেন অশ্বিন

ছবি:

ইশান্ত শর্মা, চেতেশ্বর পুজারা, বরুন অরুণের পর কাউন্টি ক্রিকেট মাতাতে যাচ্ছেন ভারতীয় অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। কাউন্টি চ্যাম্পিয়নশীপে তার ওরচেস্টারশায়ারের হয়ে খেলার কথা রয়েছে।
এর আগেও একই দলের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। ওরচেস্টারশায়ারে ট্রাভিস হেডের স্থলাভিষিক্ত হওয়ার কথা রয়েছে তার। কাউন্টি চ্যাম্পিয়নশীপের শেষ দুই ম্যাচে বিদেশী খেলোয়াড়ের কোটায় খেলবেন অশ্বিন।

ওরচেস্টারশায়ার শেষ দুই ম্যাচে এসেক্স ও ইয়র্কশায়ারের বিপক্ষে খেলবে। এদিকে অশ্বিন ২০১৭ সালে দলটির হয়ে ৪ টি ম্যাচ খেলেছিলেন। ২৯.১৫ গড়ে নিয়েছিলেন ২০ উইকেট। সাথে ব্যাট হাতে ৪২.৫০ গড়ে রান করেছিলেন।
অশ্বিনের খেলার ব্যাপারে এখনও কিছুই নিশ্চিত করেনি বিসিসিআই। আসন্ন ইংল্যান্ড সফরকে সামনে রেখে দলের বেশ কয়েকজন ক্রিকেটারকে কাউন্টিতে খেলার সুযোগ দিয়েছেন তারা। এর মধ্যে আছেন ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলিও।
তিনি, আসন্ন মৌসুমের শুরুতে সারের হয়ে খেলবেন। ফলে অশ্বিনের কাউন্টি খেলার অনেক বড় সম্ভাবনা রয়েছে। সুযোগ পেলে গত বছরের ফর্ম ধরে রাখার চেষ্টাই করবেন এই ভারতীয় অলরাউন্ডার।