অভিষেকের দশ বছর পর শ্রীলঙ্কা দলে উদাওয়াত্তে

ছবি:

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ টেস্ট সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। দল ঘোষণায় বড় চমক দেখিয়েছেন তারা। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের দশ বছর পর শ্রীলঙ্কা দলে আবারও দাক পেয়েছেন ওপেনার মাহেলা উদাওয়াত্তে।
শ্রীলঙ্কার হয়ে ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার। এরপর লঙ্কানদের হয়ে ৯ টি ওয়ানডে খেলেছেন তিনি। তাছাড়া ৮ টি আন্তর্জাতিক টি২০ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার।
লঙ্কান দলে উদাওয়াত্তে ছাড়াও চমক হয়ে এসেছেন তিন তরুণ কাসুন রাজিথা, জেফ্রে ভ্যান্দেরসে ও আসিথা ফার্নান্দো। এদের কারোরই টেস্ট খেলার অভিজ্ঞতা নেই। ফলে বোঝি যাচ্ছে সিরিজটিতে দল নিয়ে বড় ধরনের পরীক্ষা চালাবেন লঙ্কান কোচ চান্ডিকা হাথুরুসিংহে।

এদিকে ইনজুরির কারণে দলে ডাক পাননি নিয়মিত ওপেনার দিমুথ করুণারত্নে। একই কারণে দুশমান্থ চামিরা ও নুয়ান প্রদীপ দলের বাইরে আছেন। বাংলাদেশের অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে ইনজুরিতে ছিটকে গিয়ে বাংলাদেশের বিপক্ষে টেস্ট ও টি২০ সিরিজ খেলতে পারেননি লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস।
ঘরের মাঠে নিদাহাস ট্রফিতেও দর্শক হয়ে ছিলেন তিনি। এবার উন্ডিজ সিরিজ দিয়েই আবারও মাঠে নামবেন এই তারকা। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন আরেক লঙ্কান তারকা কুশল পেরেরাও।
আগামী ৬ জুন ত্রিনিদাদে শুরু হবে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। সেইন্ট লুসিয়ায় সিরিজের দ্বিতীয় ম্যাচটি শুরু হবে ১৪ জুন। আর শ্রীলঙ্কা দল বার্বাডোজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচটি খেলবে আগামী ২৩ জুন।
শ্রীলঙ্কা টেস্ট স্কোয়াড: দিনেশ চান্দিমাল (অধিনায়ক), মাহেলা উদাওয়াত্তে, কুসল মেন্ডিস, কুসল পেরেরা, ধনঞ্জয়া ডি সিলভা, রোশেন সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, নিরোশান ডিকওয়েলা (উইকেটরক্ষক), রঙ্গনা হেরাথ, দিলরুয়ান পেরেরা, আকিলা ধনঞ্জয়া, জেফ্রে ভ্যান্দেরসে, লাহিরু গ্যামেজ, কাসুন রাজিথা, সুরঙ্গা লাকমল, লাহিরু কুমারা, আসিথা ফার্নান্দো।