লজ্জার হারে হোয়াইট ওয়াশের পথে বাংলাদেশ

promotional_ad

মূল সিরিজ শুরুর আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে মূল সিরিজে সেই পারফরমেন্স তুলে আনতে তারা ব্যর্থ হয়েছে তারা। প্রোটিয়াদের বিপক্ষে ৫ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম তিনটিতে তারা হেরেছিল।


শুক্রবার সিরিজের চতুর্থ ম্যাচেও তারা জয় পেতে ব্যর্থ হয়েছে। দক্ষিণ আফ্রিকা নারী দলের বিপক্ষে তারা ১৫৪ রানের ব্যবধানে হেরেছে। এর আগে সিরিজের প্রথম ম্যাচে নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ নারী দল।


দ্বিতীয় ম্যাচে অলআউট হয় নিজেদের ইতিহাসের তৃতীয় সর্বনিম্ন ৮৯ রানে। পরের ম্যাচে এসে দ্বিতীয় ম্যাচের রেকর্ডকে আরো নিচে নামিয়ে মাত্র ৭১ রানেই গুটিয়ে গিয়েছিলো তারা। শুক্রবার সানজিদা-রুমানারা অলআউট হয়েছে মাত্র ৭৬ রানে। ফলে ৪-০ ব্যবধানে সিরিজে এগিয়ে গেছে প্রোটিয়া নারীরা।


promotional_ad

এই ম্যাচের শুরুতে টসে জিতে ব্যাট করতে নেমে ওপেনার লিজেল্লে লির ৭০, আরেক ওপেনার লাউরার ওলভার্টড এর ৩২ ও অধিনায়ক কোলে ট্রায়নের ৬০ রানে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৩০ রান করে দক্ষিণ আফ্রিকা নারী দল।


বাংলাদেশের হয়ে ২ টি করে উইকেট দখল করেছেন জাহানারা আলম ও নাহিদা আকতার। আর ১ টি করে উইকেট নিয়েছেন পান্না ঘোষ ও রুমানা আহমেদ। এই মাঝারি লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে বাংলাদেশের নারীরা।


ওপেনার শারমিন সুলতানার ১১, ফারজানা হকের ২২ ও শামীমা সুলতানার ১৭ রান ছাড়া আর কেউই দুই অঙ্কে পৌছাতে পারেননি। আর তাতেই ৩৩.২ ওভারে মাত্র ৭৬ রানে গুটিয়ে যায় টাইগ্রেসরা।


প্রোটিয়াদের হয়ে শাবনিম ইসমাঈল, রাইসিবে নিটোজাখে ও সানি লুস ২ টি করে উইকেট নিয়েছেন আর ১ টি করে উইকেট দখল করেছেন আয়াবঙ্গা খাকা, জিন্টলে মালি ও কোলে ট্রায়ন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball