যুক্তরাষ্ট্রে খেলা হচ্ছে না বাংলাদেশের

ছবি:

আগামী জুলাই আগস্টে যুক্তরাষ্ট্রের মাটিতে পাকিস্তান ও উইন্ডিজের বিপক্ষে একটি ত্রিদেশীয় টি২০ সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশ দলের। সঙ্গত কারণে সিরিজটি হচ্ছেনা। এমনটাই জানিয়েছে ডেইল এক্সপ্রেস।
উইন্ডিজের ব্যস্ত সূচির কারণেই সিরিজটি আয়োজন করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে তারা। এই ত্রিদেশীয় সিরিজটি ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগের (সিপিএল) সাথে সাংঘর্ষিক হওয়ার খেলতে চাইছে না ক্যারিবিয়ানরা।
জুনের প্রথম সপ্তাহেই আফগানিস্তানের সাথে ৩ ম্যাচের টি২০ সিরিজ খেলতে ভারত যাবে বাংলাদেশ দল। তারপরই পূর্ণাঙ্গ সিরিজ খেলতে উইন্ডিজ সফরে যাওয়ার কথা সাকিবদের। সেখানে টি২০ সিরিজের বদলে দুই বোর্ডের সম্মতিতে যুক্তরাজ্যে ত্রিদেশীয় টি২০ সিরিজ আয়োজনের কথা ছিল।

তবে, এই সিরিজটি হচ্ছে না এবার। চলতি বছর বাংলাদেশ দলের ব্যস্ত সূচি রয়েছে। যুক্তরাষ্ট্রে টি২০ সিরিজ খেলেই আরব আমিরাতে এশিয়া কাপে খেলতে যাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের। বাংলাদেশের পাশাপাশি পাকিস্তান দলও এবছর ব্যস্ত সময় কাটাবে।
বর্তমানে তারা ব্যস্ত আয়ারল্যান্ডের অভিষেক টেস্টে। তারপর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে তারা। তারপরই যুক্তরাষ্ট্রে বাংলাদেশ ও উইন্ডিজের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলার কথা ছিল পাকিস্তানিদের। এই সিরিজটি না হলে সবচেয়ে ক্ষতি হবে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের।
তাদের কথা চিন্তা করেই ফ্লোরিডাতে খেলতে রাজি হয়েছিল বাংলাদেশ দল। ব্যস্ত সূচির কারণে জুলাই -আগস্টে সিরিজটি না হলে। চলতি বছর সিরিজটি মাঠে গড়ানোর আর সম্ভাবনা নেই বললেই চলে। যদিও এই বিষয়ে উইন্ডিজ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে কোনো বার্তা পাওয়া যায়নি।