কোহলির ধারাবাহিকতার রহস্য জানালেন কারস্টেন

ছবি:

বর্তমান সময়ের অন্যতম সেরা ক্রিকেটার ভিরাট কোহলি। তিন ফরম্যাটের ক্রিকেটেই ধারাবাহিক পারফরমেন্সে নিজেকে প্রতিনিয়ত সর্বকালের সেরাদের কাতারে নিয়ে যাচ্ছেন। এই ভারতীয় ক্রিকেটারের দুর্দান্ত ফর্মের পেছনে রয়েছে তার শেখার আগ্রহ।
এমনটাই জানিয়েছেন ভারতের ২০১১ সালের বিশ্বকাপ জয়ী কোচ গ্যারি কারস্টেন। এই দক্ষিণ আফ্রিকান কোচ বর্তমানে ভারতে একটি একাডেমী গড়ার পরিকল্পনা করছেন। কোহলির মতো ভারতের সম্ভাবনাময় তরুণ ক্রিকেটারদের তুলে আনাকেই নিজের লক্ষ্য হিসেবে স্থির করেছেন তিনি।
আইপিএলে কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কোচ কারস্টেন। তাই খুব কাছে থেকেই তাকে দেখার সুযোগ হয়েছে এই প্রোটিয়া কোচের। শেখার আগ্রহের কারণেই কোহলিকে সেরা মানছেন তিনি।

সম্প্রতি সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে কারস্টেন বলেছেন, ‘কোহলি একজন দুর্দান্ত খেলোয়াড়। সে প্রতিদিন উন্নতি করছে, আরও ভালো করছে। আমি ওর সঙ্গে কাজ করতে পছন্দ করি, কারণ সে ওর খেলাটা সম্পর্কে সব সময় বাড়তি কিছু জানতে চায়। সব সেরা খেলোয়াড়ই এটা করে।’
সারা বিশ্বে কোহলি ব্যাট হাতে দাপিয়ে বেড়ালেও ইংল্যান্ডের মাটিতে কোহলির পারফরমেন্স মোটেই ভালো নয়। সেই আক্ষেপ ঘুচানোর সুযোগ হয়তো কোহলি পেয়েই যাচ্ছেন। কদিন পরেই ইংল্যান্ড সফরে যাচ্ছে ভারতীয় দল।
সেই সিরিজে কোহলির পারফরমেন্স নিয়ে আশাবাদী কারস্টেন। তিনি মনে করেন দারুণ উপভোগ্য একটি সিরিজ হবে এবার, ‘ভারত-ইংল্যান্ড সিরিজটা দারুণ প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। এটা ভালো একটা সিরিজ হবে। দুটো দারুণ দলের লড়াই দেখা খুবই মজার হবে।’