ব্যক্তিগত ৮০ রানের চেয়ে সাকিবের পারফর্মেন্স গুরুত্বপূর্ণঃ মুরালিধরন

ছবি:

আইপিএলের চলতি আসরে ব্যাট হাতে অবশ্য ফিফটি পাননি তিনি। কিন্তু নিয়মিতই ২৪ থেকে ৪০ রানের মতো ইনিংস খেলছেন তিনি। সাথে বল হাতে নিয়মিতই নিচ্ছেন দুটি করে উইকেট।
আর উইকেট শিকার করেন বা না-ই করেন সাকিবের ইকোনমি রেট সবসময়ই সংযত থাকছে। বেশিরভাগ সময়ে সেটা ৮ এর উপরে উঠছে না। এমনকি গেলো ম্যাচেও দিল্লীর বিপক্ষে দারুণ পারফর্মেন্স করেছিলেন সাকিব।

নিজের প্রথম ওভারেই দুই ওপেনার পৃথ্বী শ্ব ও জেসন রয়কে সাজঘরে ফেরান টাইগার অলরাউন্ডার সাকিব। শেষপর্যন্ত দলের সব বোলার যখন সেঞ্চুরিয়ান রিশভ পান্তের কাছে অসহায় আত্মসমর্পণ করছিলো তখনো মিতব্যয়ী ছিলেন সাকিব (চার ওভারে ২৭ রানে দুই উইকেট)।
শেষমেশ ম্যাচটি জিতেছিল হায়দ্রাবাদই। এভাবে প্রতিনিয়ত দলের জয়ে ভূমিকা রাখছেন সাকিব। আর তার প্রশংসা করলেন দলের বোলিং কোচ মুত্তিয়া মুরালিধরন। ভারতীয় জনপ্রিয় এক গণমাধ্যমকে তিনি জানান,
'আমি টম মুডির সঙ্গে সাকিব আল হাসান সম্পর্কে কথা বলেছি। সবাই অবশ্য তার ব্যাপারে কথা বলেনা। কিন্তু সে দলের একজন দুর্দান্ত পারফর্মার। সে নিয়মিতই দলকে কিছু দেয়। 'আমার মনে হয় যারা ৮০ রান করে সাকিব তাদের চেয়েও গুরুত্বপূর্ণ। বল হাতে দুইটি উইকেট নেওয়া এবং ব্যাট হাতে দলের প্রয়োজনে কিছু রান করা ম্যাচের ভাগ্য বদলে দেয়।'
এখন পর্যন্ত আসরে ১১ টি ম্যাচ খেলেছেন সাকিব। হায়দ্রাবাদ তাকে এখনো এক ম্যাচেও বিশ্রাম দেয়নি বা সাইড বেঞ্চে বসিয়ে রাখেনি। ১১ ম্যাচে তার সংগ্রহ ১৫৮ রান। আর বল হাতে সাকিব পেয়েছেন ১২ উইকেট।