সবুজ উইকেটে করা সেঞ্চুরিতেই আত্মবিশ্বাসী ইমরুল

ছবি:

ওয়েস্ট ইন্ডিজ এবং আফগানিস্তান সিরিজের জন্য ঘোষিত ৩১ সদস্যের দলে প্রত্যাশিত ভাবেই জায়গা মিলেছে টাইগার ওপেনার ইমরুল কায়েসের। ওয়েস্ট ইন্ডিজ সফরে মূল স্কোয়াডেও জায়গা অনেকটা নিশ্চিত তার। ইমরুলও মুখিয়ে আছেন সেখানে গিয়ে ভালো খেলতে।
'ওয়েস্ট ইন্ডিজে আগেও আমি অনেকবার খেলেছি। যদি নিজের শতভাগ দেওয়া যায় তাহলে অবশ্যই সফল হওয়া সম্ভব। আগে যে ভুলগুলো হতো সেগুলো ঠিক করার চেষ্টায় আছি।'
এদিকে এবার বিসিএলে কিছুটা গ্রিনিশ উইকেট ছিল। সেই উইকেটেও নিজেদের শেষ ম্যাচে ১০৭ রানের অনবদ্য ইনিংস খেলেছেন ইমরুল। এই সেঞ্চুরিই আত্মবিশ্বাস যোগাচ্ছে তাকে।

'গ্রিনিশ উইকেটে আমি রাজশাহী ও খুলনায় খেলেছি। এখানে আপনি কখনোই সেট হতে পারবেন না। যেকোনো সময় ভালো বলে উইকেট চলে যেতে পারে। কেউ যদি অইসব উইকেটে ফিফটি বা সেঞ্চুরি করে এটা অনেক বড় ব্যাপার। 'এটা আমাদের ব্যাটসম্যানদের সাহস বা স্কিলের উন্নতি করবে। সব মিলিয়ে আন্তর্জাতিক অঙ্গনে যে সাহস টা দরকার সেটা সে এখান থেকেই ভালোভাবে পাবে।'
প্রায় আড়াই মাস আগে নিদাহাস ট্রফিতে খেলেছিল বাংলাদেশ দল। সেবার সেই সিরিজের ফাইনাল খেলে আসে তারা। কিন্তু এতো দ্রুত বাংলাদেশকে টি-টুয়েন্টিতে শক্তিশালী মনে করতে নারাজ ইমরুল। টেস্ট বা ওয়ানডেতেই দলকে সেরা বললেন,
'আমরা ওয়ানডে বা টেস্ট দুই ফরম্যাটেই ভালো খেলছি। ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার মতো দলকে হারিয়েছি। এই যে আত্মবিশ্বাস আসলো সেটা অবশ্যই কাজে দিবে ওয়েস্ট ইন্ডিজে। আর ওয়ানডেতে আমরা সবসময় ভালো দল।'
সূত্রঃ- একাত্তর টিভি